পশ্চিমবঙ্গের ঢাকি, গোয়ার স্বাধীনতা সংগ্রামী থেকে কুয়েতের যোগা প্রশিক্ষক - ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কয়েকজনকে পদ্মশ্রীতে ভূষিত করা হল। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের ৫৭ বছরে ঢাকি গোকুলচন্দ্র দাসকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হচ্ছে। তিনি এমন একটা জগতে মহিলাদের নিয়ে আসেন, যে দুনিয়ায় সাধারণত পুরুষদের আধিপত্য দেখা যেত। তাঁকে সম্মান জানাল কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে গোয়ার ১০০ বছরের স্বাধীনতা সংগ্রামী লিবিয়া লোবো সরদেশাই, কুয়েতের যোগা প্রশিক্ষক শাইখা এল জে আল সাবাহাকেও পদ্মশ্রীকে পুরস্কারে ভূষিত করা হয়েছে।
২০২৫ সালের পদ্মশ্রী প্রাপকদের তালিকা
১) এল হ্যাঙ্গথিং (নাগাল্যান্ড)।
২) হরিমান শর্মা (হিমাচল প্রদেশ)।
৩) জুমদে ইয়মগাম গামলিন (অরুণাচল প্রদেশ)।
৪) জয়নাচরণ পাথারি (অসম)।
৫) নরেন গুরুং (সিকিম)।
৬) শাইখা এল জে আল সাবাহা (কুয়েত)।
৭) গোকুলচন্দ্র দাস (পশ্চিমবঙ্গ)।
৮) নির্মলা দেবী (বিহার)।
৯) ভীম সিং ভাবেশ (বিহার)।
১০) রাধা বাহিন ভট্ট (উত্তরাখণ্ড)।
১১) সুরেশ সোনি (গুজরাট)।
১২) পণ্ডি রাম মান্ডাবি (ছত্তিশগড়)।
১৩) জোনাস ম্যাসেট (ব্রাজিল)।
১৪) জগদীপ জোশিলা (মধ্যপ্রদেশ)।
১৫) হরবিন্দর সিং (হরিয়ানা)।
১৬) ভীরু সিং চৌহান (মধ্যপ্রদেশ)।
১৭) ভেঙ্কাপ্পা আম্বাজি সুগেটেকার (কর্ণাটক)।
১৮) পি দত্তাচানামূর্তি (পুদুচেরি)।
১৯) নীরজা ভাটলা (দিল্লি)।
২০) কলিন গ্যান্টজার (উত্তরাখণ্ড)।
২১) হিউজ গ্যান্টজার (উত্তরাখণ্ড)।
২২) মারুতি ভুজঙ্গরাো চিত্তমপল্লি (মহারাষ্ট্র)।
২৩) বাটুল বেগম (রাজস্থান)।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিজেপি সভাপতি
আর পদ্মশ্রী প্রাপকদের নাম ঘোষণা হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, 'পদ্মশ্রীতে ভূষিত হওয়ার জন্য গোকুলচন্দ্র দাসকে অভিনন্দন। ঢাক শিল্পে তাঁর (গোকুলচন্দ্র দাস) অমূল্য অবদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন। যিনি মহিলাদের ক্ষমতায়ন করে সমাজে প্রচলিত ধারা ভেঙে দেন।'
(বিস্তারিত পরে আসছে)