বাংলা নিউজ > ঘরে বাইরে > পাহাড় কেটে রোহিঙ্গা ক্যাম্প তৈরি, জঙ্গল সাফ - কক্সবাজারে ধসে দাবি পরিবেশবিদদের

পাহাড় কেটে রোহিঙ্গা ক্যাম্প তৈরি, জঙ্গল সাফ - কক্সবাজারে ধসে দাবি পরিবেশবিদদের

পাহাড় কেটে রোহিঙ্গা ক্যাম্প তৈরি, জঙ্গল সাফ - কক্সবাজারে ধসে দাবি পরিবেশবিদদের। (ছবি সৌজন্য bdnews24.com/ডয়চে ভেলে)

দুই দিনে পাহাড় ও ভূমি ধসে কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-সহ দুই এলাকায় ১২ জন নিহত হয়েছেন৷

দুই দিনে পাহাড় ও ভূমি ধসে কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-সহ দুই এলাকায় ১২ জন নিহত হয়েছেন৷ তাদের মধ্যে এক পরিবারেরই পাঁচজন৷ বিশেষজ্ঞদের মতে, এমন ধসের প্রধান কারণ পাহাড় কাটা ও বন উজাড় করা৷

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ভূমি ধসের ঘটনায় মঙ্গলবার মারা গিয়েছেন ছ'জন৷ আর টেকনাফের হ্নিলা এলাকায় বুধবার মারা গিয়েছেন ৬ জন৷ তাদের মধ্যে একই পরিবারে পাঁচজন রয়েছেন৷ আরও ধসের আশঙ্কায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাইকিং করা হচ্ছে৷ জেলা প্রশাসন এসব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলছে৷ সরিয়ে নেয়ার উদ্যোগও নেয়া হচ্ছে বলে জেলা প্রশাসন জানিয়েছে৷

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন বলেন, ‘প্রত্যেকটি ক্যাম্পেই ঝুঁকিপূর্ণ ঘর আছে৷ আমরা ক্যাম্প ইনচার্জদের বলেছি তাদের সরিয়ে নিতে, অথবা নিজ উদ্যোগে সরে যেতে৷ পাহাড় কেটে বালুর ওপর ঘর তৈরি করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে৷’ তিনি বলেন, ‘টানা বৃষ্টির কারণে বালু সরে গিয়ে এই ধস হয়েছে৷’

টেকনাফের ধসও একই কারণে বলে জানা গিয়েছে৷ সেখানেও পাহাড় কেটে বসতি তৈরি করা হয়েছে৷ কক্সবাজার সেভ দ্য ন্যাচার অফ বাংলাদেশের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন রিয়াদ বলেন, ‘একসঙ্গে অনেক পাহাড় কেটে ক্যাম্প তৈরি করা হয়েছে৷ পাহাড় মাটি ধরে রাখতে৷ মাটি জল ধরে রাখতে৷ এখন পাহাড় ও মাটি কেটে বালুর উপর ঘর বানানো হয়েছে৷ ফলে বৃষ্টিতে বালু সরে গিয়ে ধস হচ্ছে৷ আর এখানে অনেক গভীর নলকুপ আছে৷ ফলে জলের স্তরও নেমে গেছে৷ শুধু বৃষ্টি নয়, এখানে এখন চোরাবলিও হয়েছে৷ হঠাৎ করে মাটি বসে যাচ্ছে৷’ তিনি আরও বলেন, ‘ক্যাম্পের বাইরে স্থানীয় প্রভাবশালীরাও পাহাড় ও মাটি কাটছে৷ গত কয়েক বছরে আমাদের হিসেবে ১০ হাজার একর পাহাড় ও বন উজাড় হয়েছে৷’

এর আগে ২০১০ সালের জুন মাসে প্রবল বৃষ্টি ও বন্যায় পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামে পাহাড় ধসে পাঁচজন জন নিহত হন৷ ২০১১ সালের জুলাই মাসে থিমছড়ি এলাকায় পাহাড় ধসে সাত জন নিহত হয়৷ ২০১২ সালের জুন মাসে ভালুকিয়া আমতলী চিকনঝিরি এলাকায় পাহাড় ধসে ১১ জন নিহত হন৷

এখন উখিয়া পাহাড়ের পাদদেশে ১৫ হাজারের বেশি পরিবার জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে বলে স্থানীয় সূত্রে ছবর৷ আর ঘরগুলো যে মাটিতে তৈরি তাতে ৭০ ভাগই বালু৷ পরিবেশ অধিদপ্তরও এই ঝুঁকি ও পাহাড় কাটার কথা স্বীকার করেছে৷ তারা জানায়, পরিস্থিতি যা তাতে আরো ধস হতে পারে৷ তবে অধিবাসীদের সরিয়ে নেওয়ার পর্যাপ্ত জায়গা এখন আর নেই৷ তাছাড়া মাইকিং করে সরে যেতে বললেও সেখান স্থানীয় বাসিন্দারা শোনেন না৷ স্থানীয় উপজেলা প্রশাসনের তরফে বলা হয়েছে, ধস আর দলের উচ্চতা মিলে এখন পরিস্থিতি খুবই খারাপ৷ অনেকে জলবন্দি হয়ে পড়েছেন৷

কক্সবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শেখ মোহাম্মদ নাজমুল হুদা বলেন, ‘রোহিঙ্গাদের জন্য পাহাড় কেটে ক্যাম্প বানানোর পাশাপাশি স্থানীয় প্রভাবশালীরাও বছরের পর বছর পাহাড় কাটছে৷ আমরা সাধ্যমতো আইনি ব্যবস্থা নিয়েও তা বন্ধ করতে পারছি না৷ আমাদের লোক মাত্র তিনজন৷ গত কয়েক বছরে আমরা সাড়ে তিনশ'র মতো মামলা করেছি৷ গ্রেফতার করেছি৷ কিন্তু আমরা চলে আসার পরপরই আবার পাহাড় ও বনের গাছ কাটা শুরু হয়ে যায়৷ আমরা ঠেকাতে পারছি না৷’

ঘরে বাইরে খবর

Latest News

বলেছিল, ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে: শুভেন্দু অধিকারী ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি 4 ওভার শেষে Delhi Capitals-র স্কোর 36/2 মমতা বন্দ্যোপাধ্যায় কি রোহিঙ্গা? প্রশ্ন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ‘‌বিজেপির ১০ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায়’‌, বিস্ফোরক দাবি অভিষেকের গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? শামি 'আদ্যোপান্ত দুশ্চরিত্র'! অন্য 'মহিলাদের পিছনে ছুকছুক করতেন'! বেফাঁস হাসিন ভারতের চিকেন টিক্কা এবং পাও ভাজিতে মজেছেন SRH অধিনায়ক, এই দেশের আর কী মনে ধরেছে? কলকাতায় বড় বিপদ! বাড়িতে থাকলেও গরমে নিরাপদ নন এই সব অসুখে আক্রান্তরা

Latest IPL News

ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.