বাংলা নিউজ > ঘরে বাইরে > নয়া যুগের সাক্ষী বাংলাদেশ, উদ্বোধন হল পায়রা সেতুর, হাতের মধ্যে এল কুয়াকাটা

নয়া যুগের সাক্ষী বাংলাদেশ, উদ্বোধন হল পায়রা সেতুর, হাতের মধ্যে এল কুয়াকাটা

নয়া যুগের সাক্ষী বাংলাদেশ, উদ্বোধন হল পায়রা সেতুর, হাতের মধ্যে এল কুয়াকাটা। (ছবি সৌজন্য ফেসবুক)

একটা সময় ছিল যখন ঢাকা থেকে বরিশাল হয়ে সমুদ্র সৈকত কুয়াকাটা যেতে ১০টি ফেরী পার হতে হত।

সড়কপথে যোগাযোগে আরও এক ধাপ এগোল বাংলাদেশ। তৈরি হল পায়রা নদীর ওপর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সেতু। চার লেনের এই সেতু খুলে যাওয়ার ফলে বরিশালের সঙ্গে পটুয়াখালি ও বরগুনার সড়কপথে যোগাযোগ হয়ে গেল। ফলে ফেরী পারাপারের ভোগান্তি অনেকটাই কমে গেল।

এদিন পটুয়াখালির লেবুখালীতে পায়রা নদীর উপর এই সেতুর উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান, যদি সশরীরে উপস্থিত থেকে সেতুর উদ্বোধন করাতে পারতেন, তাহলে খুব ভালো লাগত। সেতু ওপর দিয়ে গাড়ি চালিয়ে যদি পার হতে পারতেন, তাহলে খুব খুশি হতেন। 

১,৫০০ কোটি টাকা ব্যয়ে এই সেতু খুলে যাওয়ার ফলে সড়কপথে সমুদ্র সৈকত কুয়াকাটায় পৌঁছানো আরও সহজ হল। বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর, নতুন এই সেতুটি বাংলাদেশ সরকার ও কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। চিনের সংস্থা লংজিয়ান রোডস অ্যান্ড ব্রিজ কোম্পানি এই সেতুটি নির্মাণ করেছে।

এদিন পটুয়াখালির লেবুখালীতে পায়রা নদীর উপর এই সেতুর উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান, যদি সশরীরে উপস্থিত থেকে সেতুর উদ্বোধন করাতে পারতেন, তাহলে খুব ভালো লাগত। সেতু ওপর দিয়ে গাড়ি চালিয়ে যদি পার হতে পারতেন, তাহলে খুব খুশি হতেন। 

১,৫০০ কোটি টাকা ব্যয়ে এই সেতু খুলে যাওয়ার ফলে সড়কপথে সমুদ্র সৈকত কুয়াকাটায় পৌঁছানো আরও সহজ হল। বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর, নতুন এই সেতুটি বাংলাদেশ সরকার ও কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। চিনের সংস্থা লংজিয়ান রোডস অ্যান্ড ব্রিজ কোম্পানি এই সেতুটি নির্মাণ করেছে।|#+|

উল্লেখ্য, একটা সময় ছিল যখন ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা যেতে ১০টি ফেরি পার হতে হত। কিন্তু পায়রা নদীর ওপর নতুন এই সেতুর উদ্বোধন হওয়ার ফলে কুয়াকাটা যাওয়া একেবারে সহজ হল। পদ্মা নদীর ওপর সেতু তৈরি হয়ে গেলেই সরাসরি ঢাকা থেকে সড়কপথে কুয়াকাটা যাওয়া যাবে।

বন্ধ করুন