পাকিস্তানের গোয়েন্দা বিভাগের প্রাক্তন প্রধান ফৈয়জ হামিদকে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে। পাকিস্তানের ডন নিউজের প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের ডন নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে পাকিস্তানের সেনাবাহিনী একটা বিস্তারিত কোর্ট অফ এনকোয়ারি গ্রহণ করেছিল। লেফটেনান্ট জেনারেল ফৈয়জ হামিদের( অবসরপ্রাপ্ত) বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। তারই ফল স্বরূপ লেফটেনান্ট জেনারেল ফৈয়জ হামিদের( অবসরপ্রাপ্ত) বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তানি আর্মি অ্যাক্ট অনুসারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের এর প্রেস রিজিলে এমনটাই উল্লেখ করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আইএসআইয়ের প্রাক্তন প্রধান ফৈয়জ হামিদকে গ্রেফতার করা হয়েছে। একটি আবাসন সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগে তার বিরুদ্ধে কোর্ট মার্শাল চালু হতে পারে। এদিকে তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে।
এদিকে এই ব্যক্তি যখন এই গুপ্তচর সংস্থার পদাধিকারী ছিলেন সেই ২০১৯-২০২১ সাল পর্যন্ত তিনি ছিল প্রবল ক্ষমতাধর।
এদিকে গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধানকে গ্রেফতারের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।তার বিরুদ্ধে কোর্ট মার্শালের প্রস্তুতিও চলছে। টপ সিটি কেসে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেগুলি যাচাই করে দেখা হচ্ছে।