বাংলা নিউজ > ঘরে বাইরে > ৩১জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল পাকিস্তান, ৫টি নৌকাও আটক করেছে

৩১জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল পাকিস্তান, ৫টি নৌকাও আটক করেছে

পাকিস্তানের মৎস্যজীবীদের বিরুদ্ধেও বার বার ভারতের জলসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।  (PTI Photo) (PTI)

ভারতের জলসীমা লঙ্ঘন করার অভিযোগ এর আগে একাধিক পাক মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছিল ভারতের তরফেও। মাঝেমধ্যেই দু দেশের তরফে একই ধরণের অভিযোগ ওঠে।

পাকিস্তানের জলসীমার মধ্যে গিয়ে মাছ ধরার অভিযোগে ৩১জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে পাক উপকূলরক্ষী বাহিনী। তাদের ৫টি নৌকাও বাজেয়াপ্ত করেছে পাক বাহিনী। পাকিস্তান মারিটাইম সিকিউরিটি এজেন্সির তরফে জানানো হয়েছে, পাকিস্তান এক্সক্লিউসিভ ইকোনমিক জোনের মধ্যে নজরদারির সময় তাদের আটকানো হয়। এমনটাই পাকিস্তানের তরফে জানানো হয়েছে। PMSA জানিয়েছে, ৩১জন মৎস্যজীবী সহ পাঁচটি ভারতীয় নৌকাকে বাজেয়াপ্ত করা হয়েছে। পাকিস্তানের বিধি মেনে ও ইউএন কনভেনশন অনুসারে সমুদ্র আইন মেনে ভারতীয় নৌকাগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। 

তবে ভারতের জলসীমা লঙ্ঘন করার অভিযোগ এর আগে একাধিক পাক মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছিল ভারতের তরফেও। মাঝেমধ্যেই দু দেশের তরফে একই ধরণের অভিযোগ ওঠে। তবে শেষ পর্যন্ত ধৃতদের ঠিকানা হয় গরাদের আড়ালে। তবে পাকিস্তানের তরফে এবার জানানো হয়েছে তাদের জাহাজ সমুদ্রসীমা টহল দিচ্ছিল। সেই সময় ভারতীয় নৌকাগুলিকে আটক করা হয়। 

এদিকে ওয়াকিবহাল মহলের মতে,সাধারণত জলসীমা লঙ্ঘন করে একে অপরের মধ্য়ে গিয়ে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা আছে। এনিয়ে ধরপাকড়ও হয়। তবে ভারতীয় মৎস্যজীবীরা এক্ষেত্রে বুঝতে না পেরে পাক জলসীমার মধ্যে ঢুকে পড়েছিল কি না সেটাও দেখা হচ্ছে। 

 

বন্ধ করুন