কাশ্মীরে ভারতীয় সেনার হাসপাতালে চিকিৎসাধীন এক পাক জঙ্গি। এবার বিস্ফোরক দাবি করেছে সে। তার দাবি পাক বাহিনীর এক কর্ণেল তাকে আত্মঘাতী মিশনে পাঠিয়েছে। কর্নেল ইউনুস ভারতীয় সেনাকে টার্গেট করার জন্য তাদের পাঠিয়েছে বলে দাবি করেছে তবারক হুসেইন নামে ওই জঙ্গি। তাদের ৩০,০০০ করে দেওয়া হয়েছে বলে তার দাবি।
সে জানিয়েছেন ভারতীয় সেনার দুতিনটি পোস্টে সে রেইকি করেছিল। সংবাদ সংস্থা সূত্রে খবর, লাইন অফ কন্ট্রোলের কাছে গত ২১ অগস্ট তাকে পাকড়াও করা হয়েছিল। এএনআই সূত্রে খবর, ওই জঙ্গি বলছে, সুইসাইড মিশনে আমরা চার পাঁচজন এসেছিলাম। পাকিস্তানি সেনার কর্নেল ইউনুস আমাদের পাঠিয়েছিল। ভারতীয় সেনাকে টার্গেট করার জন্য ৩০,০০০ করে দিয়েছিল।
সেনার মুখপাত্র জানিয়েছেন, হুসেনের থাই ও কাঁধে গুলি লেগেছিল। সে আশঙ্কাজনক অবস্থায় ছিল। ব্রিগেডিয়ার রাজীব নায়ার জানিয়েছিলেন আমাদের আধিকারিকরাই তাকে তিন ইউনিট রক্ত দান করেছেন ঠিক যেভাবে সেনা অন্য়দের জন্য় রক্তদান করেন।
সংবাদ সংস্থাকে ব্রিগেডিয়ার জানিয়েছেন,আমরা কখনও তাকে সন্ত্রাসবাদী বলে দেখি না। তার জীবন বাঁচানোর জন্য আর পাঁচজন রোগীর মতোই তার চিকিৎসার চলছে। যাদের রক্তাক্ত করার জন্য এই যুবক এসেছিল তাকে বাঁচাতেই রক্ত দিয়েছেন ভারতীয় সেনা। এটা মহানুভবতা। তার ব্লাড গ্রুপও বিরল, ও নেগেটিভ।