শচিন সাইনি
পাকিস্তান থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল এক ব্য়ক্তি। তাকে গুলি করে নিকেশ করল বিএসএফ। রাজস্থানের গঙ্গানগর জেলার শ্রী করণপুরের ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় ওই দেহটিকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিএসএফের তরফ থেকে বলা হয়েছে, মাঝিওলা গ্রামের কাছে সোমবার রাতে আড়াইটে নাগাদ এই ঘটনাটি হয়েছে। ঘন কুয়াশার মধ্যে ওই ব্য়ক্তি টর্চ জ্বেলে ভারতের দিকে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফ প্রথমে সতর্ক করে তাকে। এরপর গুলি চালানো শুরু করে। পরে ভোরবেলা দেখা যায় ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়ে রয়েছে।
এদিকে প্রথমদিকে পাকিস্তানি রেঞ্জাররা বডি নিতে চাইছিল না। গঙ্গানগরের একটি মর্গে বডিটি রাখা হয়েছিল। এরপর দুপক্ষের মধ্য়ে কথাবার্তা এগোতে থাকে। শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় বডিটি পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়।
বিএসএফ তার কাছ থেকে পাকিস্তানি মুদ্রায় ১০ টাকা, একটি দেশলাই বাক্স ও একটি সিগারেটের প্যাকেট পেয়েছে। কিন্তু কেন সে রাতের অন্ধকারে ভারতের ঢোকার চেষ্টা করছিল তা পরিষ্কার নয়। তবে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে এই অনুপ্রবেশ আটকে দিয়েছে। ওই ব্যক্তির কোনও বদ মতলব ছিল কি না তা এখনও জানা যায়নি।
এদিকে সপ্তাহখানেক আগে শ্রীকরণপুর এলাকায় বিএসএফ এক পাক অনুপ্রবেশকারী ভারতে প্রবেশের চেষ্টা করছিল। সেই সময়ও তা রুখে দেয় বিএসএফ। দিনটা ছিল ২৬ নভেম্বর। প্রথমে বিএসএফ তাকে সতর্ক করে। কিন্তু তিনি থামেননি। তখনই তার পায়ে গুলি করা হয়। এরপর তাকে আটক করা হয় ও জেরা করা হয়।