বাংলা নিউজ > ঘরে বাইরে > ইমরানের বক্তব্য সম্প্রচার! News লাইসেন্স বাতিল করল পাক নিয়ন্ত্রক সংস্থা: Report

ইমরানের বক্তব্য সম্প্রচার! News লাইসেন্স বাতিল করল পাক নিয়ন্ত্রক সংস্থা: Report

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান REUTERS/Mohsin Raza//File Photo (REUTERS)

PEMRA অনুসারে ভিত্তিহীন অভিযোগ, ঘৃণাসূচক কোনও বক্তব্য সম্প্রচার করা যায় না। সেখানকার সরকার ও আধিকারিকদের সম্পর্কেও কোনও মন্তব্য করা যায় না। পাকিস্তানের সংবিধানের ১৯ নম্বর ধারা ভঙ্গ করলে কড়া ব্য়বস্থা নেওয়া হয়।

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি ফের পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য সম্প্রচারের ক্ষেত্রে লাগাম টেনে দিল। ডন পত্রিকার রিপোর্ট অনুসারে জানা গিয়েছে এর আগেও পাকিস্তানের নিয়ন্ত্রক সংস্থা ইমরান খানের বক্তব্যকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এবার ইমরানে বক্তব্য সম্প্রচার করার জন্য় ARY  নিউজ লাইসেন্সও বাতিল করা হল বলে খবর। 

এনিয়ে তৃতীয়বার ইমরান খানের বক্তব্যকে সম্প্রচার করার ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষণা করা হল। তার বক্তব্য ও প্রেসমিটের কোনও বক্তব্যকে আর সম্প্রচার করা যাবে না। 

এদিকে PEMRA অনুসারে ভিত্তিহীন অভিযোগ, ঘৃণাসূচক কোনও বক্তব্য সম্প্রচার করা যায় না। সেখানকার সরকার ও আধিকারিকদের সম্পর্কেও কোনও মন্তব্য করা যায় না। পাকিস্তানের সংবিধানের ১৯ নম্বর ধারা ভঙ্গ করলে কড়া ব্য়বস্থা নেওয়া হয়। সেই সংক্রান্ত সেদেশের সুপ্রিম কোর্টের একাধিক পর্যবেক্ষণও রয়েছে। সব মিলিয়ে এবার ইমরান খানের বক্তব্য যাতে কোনওভবেই সম্প্রচার করা না হয় তার ব্যবস্থা করে ফেলল পাক সরকার। 

এদিকে এই সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে। এর আগে PEMRAর তরফে একটি বিবৃতি জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল ইমরান খান তাঁর বক্তব্যে ও বিবৃতির মাধ্যমে দেশের প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন। তিনি নানা ধরনের ঘৃণাসূচক মন্তব্য়কে ছড়িয়ে দিচ্ছেন। তিনি নানা ধরনের প্ররোচনামূলক বক্তব্যও রাখছেন। এক্ষেত্রে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে। তার জেরে এলাকার শান্তি ও শৃঙ্খলার অবনতি হতে পারে জানানো হয়েছিল বিবৃতিতে। 

এরপর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইমরানের বক্তব্যকে পর্যালোচনা করে দেখা যাচ্ছে ওই চ্যানেল সেটি লাইভে সম্প্রচারিত করেছিল। এর মাধ্য়মে তারা আদালতের নির্দেশকে লঙ্ঘন করেছে। পাশাপাশি পেমরা আইনকেও লঙ্ঘন করেছে বলে দাবি করা হচ্ছে। 

কার্যত অনেকের মতে ইমরানকে গ্রেফতার করার জন্য়ও কার্যত চেষ্টা করা হয়েছিল পাকিস্তানে। তাঁর বাড়ি ঘিরে ফেলেছিল পুলিশ। বাড়ির সামনে জড়ো হয়ে গিয়েছিলেন তাঁর দলের লোকজন। এমনটাই একাধিক সংবাদ মাধ্যমে উঠে আসে। এবার ইমরানের বক্তব্য যাতে সম্প্রচার করা না হয় তার ব্যবস্থাও করা হল। ইমরানের কোনও বক্তব্য সম্প্রচারের ক্ষেত্রে ফের নিষেধাজ্ঞা ঘোষণা করা হল পাকিস্তানে। 

এদিকে এর আগে সম্প্রতি পাকিস্তানের মাটিতে আক্রান্ত হয়েছিলেন ইমরান খান। তাকে নিশানা করে গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। তবে অল্পের জন্য় তিনি রক্ষা পান। এবার ইমরানে কণ্ঠরোধ করার জন্য যাবতীয় চেষ্টা করা হল পাকিস্তানে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। 

 

বন্ধ করুন