ভারত যে হারে জ্বালানি তেল কিনছে, সেই হারে পেলে পাকিস্তানও রাশিয়া থেকে তেল কিনতে ইচ্ছুর। মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি সফরে থাকাকালীনই পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার এমনটাই বললেন। শেহবাজ শরিফের ক্যাবিনেটের মন্ত্রী বলেন, ‘ভারত যে হারে জ্বালানি কিনছে, সেই হার পাকিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য হলে রাশিয়ার কাছ থেকে আমরা জ্বালানি কিনতে প্রস্তুত।’ মন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তান থেকে ছাড়ের জ্বালানি আমদানিতে পশ্চিমাদের কোনো সমস্যা হবে না।’
উল্লেখ্য, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগ ছিল, রাশিয়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে উঠতেই আমেরিকা কলকাঠি নেড়ে তাঁর সরকারের পতন ঘটায়। এই আবহে আমেরিকায় দাঁড়িয়ে রাশিয়া থেকে তেল কেনার কথা বললেন পাকিস্তানি মন্ত্রী ইসহাক। এর আগে বিদেশ নীতি প্রসঙ্গে ভারতের বরাবর প্রশংসা করে এসেছেন ইমরান খান। রাশিয়া থেকে ভারতের তেল কেনার বিষয়টি বারবার উত্থাপিত করেছেন তিনি। যদিও ইমরানের সঙ্গে ভ্লাদিমির পুতিনের সখ্যতা ভালো চেখে দেখেনি ওয়াশিংটন। এমনকি ইউক্রেন যুদ্ধ যেদিন শুরু হয়, সেদিন মস্কোতে ছিলেন ইমরান খান।
এদিকে ভারতকে সরাসরি বারণ না করলেও রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে বারবার বার্তা দিয়েছে আমেরিকা। তবে ভারত নিজেদের স্বাধীন বিদেশ নীতির কারণে মাথা নত করেনি। তবে পাকিস্তান সেই কাজে কতটা সক্ষম হবে, তা নিয়ে সংশয় রয়েছে অনেকেরই। উল্লেখ্য, বিশ্বের ৩৫তম বৃহত্তম তেল আমদানিকারক দেশ পাকিস্তান। ২০২০-২১ অর্থবর্ষে পাকিস্তান ১.২৯ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি তেল আমদানি করেছিল। এদিকে শুধু জ্বালানি তেল নয়, রাশিয়া থেকে গমও কিনতে চাইছে পাকিস্তান। মস্কোতে নিযুক্ত পাকিস্তানে রাষ্ট্রদূত শফকত আলি খান জানান, রাশিয়া থেকে গম কেনার বিষয়ে চিন্তা ভাবনা করছে পাকিস্তান।