'ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা রয়েছে, এবং আমি তা অস্বীকার করছি না।' ফের উদ্দেশ্যপ্রণোদিতভাবে উস্কানিমূলক মন্তব্য করলেন অপারেশন সিঁদুরে বিধ্বস্ত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতের প্রত্যাঘাতের পর থেকেই পাকিস্তানের নেতা-মন্ত্রীদের মুখের ফাঁকা বুলি থামছে না। সাম্প্রতিক খাজা আসিফ একের পর এক হুমকি দিচ্ছেন। যদিও তাঁর বক্তব্যকে পাত্তা দিতে নারাজ ভারত। এরমধ্যেই ভারতের সঙ্গে আরেকটি যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন-আনন্দ বদলে গেল বিষাদে! পিকনিকে তুমুল হুল্লোড়, চোখের নিমেষে ড্যামে তলিয়ে গেল ৭ জন
এক পাকিস্তানি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, 'ইতিহাস সাক্ষী ভারত কখনও সত্যিকারের ঐক্যবদ্ধই হয়নি। একমাত্র ঔরঙ্গজেবের আমল ছাড়া। আল্লাহর নামে তৈরি হয়েছিল পাকিস্তান। দেশের অভ্যন্তরে যতই ভিন্নমত, বা লড়াই-অশান্তি হোক না কেন, ভারতের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করি।' বস্তুত, ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা হাসিল করা হোক বা তারপর থেকে সাত দশকেরও বেশি সময় ধরে স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ গণতন্ত্র হিসেবে ইতিহাসে নাম রয়েছে ভারতের। অন্যদিকে, একাধিক সামরিক অভ্যুত্থান এবং অভ্যন্তরীণ অশান্তির সাক্ষী থেকেছে পাকিস্তান। বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরের অশান্তি সেই সত্যেরই চরম উদাহরণ। পাক মন্ত্রী আরও বলেন, 'ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা বাস্তব। আমি এটা অস্বীকার করছি না। পরিস্থিতি আরও খারাপ হলে পাকিস্তান বড় বিজয় অর্জন করবে।'আসিফের এই বক্তব্য পাকিস্তান এবং আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।
আরও পড়ুন-পার্সি পরিবারে অশান্তিতে উদ্বিগ্ন কেন্দ্র! রতন টাটার মৃত্যু পর Tata গ্রুপে কীসের অস্থিরতা?
পাক প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি সীমান্ত ইস্যু নিয়ে উত্তেজনা তীব্রতর হচ্ছে। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিও অস্থির। ইমরান খানের দল পিটিআই-এর উপর দমন-পীড়ন, অর্থনৈতিক সংকট এবং সেনাবাহিনীর ক্রমবর্ধমান ভূমিকার মধ্যে, আসিফের বক্তব্যকে রাজনৈতিক সমর্থন আদায়ের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বলা বাহুল্য, বিশ্বমঞ্চে পাকিস্তানকে একাধিকবার বিব্রত করেছেন পাক-প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। গত মাসে, তিনি পাকিস্তানের বন্যা পরিস্থিতি মোকাবেলায় একটি অদ্ভুত সমাধান দেন তিনি। অপেক্ষাকৃত নিচু এলাকায় বাসিন্দাদের বন্যার জল ড্রেনে ফেলার পরিবর্তে সংরক্ষণ করার আহ্বান জানিয়েছিলেন খাজা আসিফ। বন্যাকে আশীর্বাদ হিসেবে দেখার আহ্বানও জানান তিনি। অপারেশন সিঁদুরের সময় ব্রিটিশ সংবাদমাধ্যমের সাক্ষাৎকারেও উদ্ভট দাবী করেছিলেন আসিফ। ভারতীয় সেনার ৯ টি জঙ্গিঘাঁটি ধ্বংস করার বিষয়টিকে ‘মিথ্যা’ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। শুধু তাই নয়, পাকিস্তান ভারতের একাধিক যুদ্ধবিমানকে ধ্বংস করেছে দাবী করে তার প্রমাণ হিসেবে সোশ্যাল পোস্টকে উল্লেখ করেন তিনি।