বাংলা নিউজ > ঘরে বাইরে > Pak PM on High Electricity Bills: ‘প্রয়োজনে আমার ঘরের এসি বন্ধ করে দিন,’ বিদ্যুৎ মাসুলের ঠ্যালায় লেজেগোবরে পাক পিএম

Pak PM on High Electricity Bills: ‘প্রয়োজনে আমার ঘরের এসি বন্ধ করে দিন,’ বিদ্যুৎ মাসুলের ঠ্যালায় লেজেগোবরে পাক পিএম

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকর (Photo by PAKISTAN PRESS INFORMATION DEPARTMENT / AFP) / XGTY  (AFP)

পিএমও তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট দফতরের কারা বিনা পয়সায় বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন তার একটা তালিকা জমা দিতে হবে।

এবার পাকিস্তানে নয়া জ্বালা। বিদ্যুতের বিলের উচ্চহার নিয়ে তিতিবিরক্ত সাধারণ মানুষ। ক্ষোভ আছড়ে পড়ছে সরকারের বিরুদ্ধে। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকর রবিবারই এনিয়ে জরুরীকালীন ভিত্তিতে মিটিং ডাকেন। সেখানে তিনি নির্দেশ দেন, ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ মাসুল কমাতে কড়া ব্য়বস্থা নিতে হবে। প্রয়োজনে আমার ঘরের এসি মেশিনও বন্ধ করে দিন। জানিয়েছেন পাক পিএম।

এদিকে বিদ্যুতের বিল কার্যত বোঝার মতো চেপে বসেছে পাকিস্তানের সাধারণ মানুষের উপর। এনিয়ে ক্রমেই ক্ষোভের আঁচ চড়ছে। এনিয়েই দ্রুত মিটিং ডাকেন তিনি।

বিভিন্ন এলাকায় বিক্ষোভও হচ্ছে। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকর জানিয়েছেন, দেশের পক্ষে ক্ষতিকারক হয় এমন কোনও পদক্ষেপ আমরা তাড়াহুড়ো করে নেব না। দেশের উপর চাপ পড়ে এমন কোনও পদক্ষেপ আমরা নেব না। আমরা গ্রাহকদের স্বার্থের উপর নজর রাখছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্য়ে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।

তবে এখানেই তিনি থেমে থাকেননি। ইন্ডিয়ার এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, সাধারণ মানুষ নানা সমস্যার মধ্যে পড়ছেন। আর পদস্থ আধিকারিকরা, মন্ত্রীরা এমনকী প্রধানমন্ত্রী জনগণের করের টাকায় বিনা পয়সায় বিদ্যুৎ ব্যবহার করছেন।

সেই সঙ্গে পিএমও তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট দফতরের কারা বিনা পয়সায় বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন তার একটা তালিকা জমা দিতে হবে।

তিনি জানিয়েছেন, আমি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছি। পিএম হাউস, সচিবালয়ের বিদ্যুতের হিসাব খতিয়ে দেখুন। যদি আমার ঘরের এসি মেশিনটা বন্ধ করে দিতে হয় সেটা করে দিন। তিনি বিভিন্ন প্রাদেশিক মন্ত্রীদের সঙ্গে দ্রুত মিটিংয়ে বসার কথা জানিয়েছেন। মূলত বিদ্যুতের জন্য যে অতিরিক্ত খরচ হচ্ছে তা কীভাবে কমানো যায় তার উপর জোর দিচ্ছেন তিনি। সেই সঙ্গেই বিদ্যুৎচুরি রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন। দীর্ঘকালীন পরিকল্পনা তৈরির নির্দেশও তিনি দিয়েছেন।

 

বন্ধ করুন