বাংলা নিউজ > ঘরে বাইরে > Pak Terrorist Dead in Kashmir: রক্ত দিয়ে জঙ্গির প্রাণ বাঁচানোর চেষ্টা ভারতীয় সেনার, কিন্তু শেষরক্ষা হল না

Pak Terrorist Dead in Kashmir: রক্ত দিয়ে জঙ্গির প্রাণ বাঁচানোর চেষ্টা ভারতীয় সেনার, কিন্তু শেষরক্ষা হল না

হাসপাতালে ভরতি ওই জঙ্গি। (ছবি সৌজন্যে পিটিআই)

জেরার মুখে জঙ্গি জানিয়েছিল, তাকে আত্মঘাতী হামলার জন্য ভারতে পাঠানো হয়েছিল। দেওয়া হয়েছিল পাকিস্তানি মুদ্রায় ৩০ হাজার টাকা। অনুপ্রবেশের সময় তার কাঁধে এবং পায়ে গুলি লেগেছিল।

গতমাসে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিল এক পাকিস্তানি জঙ্গি। কাশ্মীরের রাজৌরিতে ঘটেছিল সেই ঘটনা। সেনার গুলিতে জখম হয়েছিল সেই জঙ্গি। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই আবহে গতকাল চিকিৎসাধীন অবস্থায় সেই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মৃত জঙ্গির নাম তবারক হুসেন।

জেরার মুখে জঙ্গি জানিয়েছিল, তাকে আত্মঘাতী হামলার জন্য ভারতে পাঠানো হয়েছিল। অনুপ্রবেশের সময় তার কাঁধে এবং পায়ে গুলি লেগেছিল। গত ২১ অগস্ট ঘটনাটি ঘটেছিল। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে সেই জঙ্গি মারা যায়। সংবাদ সংস্থা এএনআইকে এক সেনা আধিকারিক বলেছেন, ‘পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এসেছিল ফিদায়েঁ আত্মঘাতী হামলাকারী তবারক হুসেন। ২১ অগস্ট রাজৌরির নৌশেরাতে নিয়ন্ত্রণ রেখা পার করে অনুপ্রবেশের চেষ্টা করেছিল সে। সেই সময় সেনাবাহিনীর হাতে ধরা পড়ে তবারক। আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে সে। সে রাজৌরির সেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার পায়ে ও কাঁধে গুলি লেগেছিল।’ এদিকে এই জঙ্গিকেই তিন বোতল রক্ত দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলেন ভারতীয় সেনা জওয়ানরা। অস্ত্রপচারও হয়েছিল তার।

প্রসঙ্গত, গত ২১ অগস্ট নিয়ন্ত্রণরেখা বরাবর কয়েকজন জঙ্গিকে দেখতে পান নৌসেরার ঝাঙ্গার সেক্টরে টহলরত ভারতীয় জওয়ানরা। এক জঙ্গি ভারতীয় চৌকির কাছে চলে আসে এবং সীমান্তের বেড়াতার কেটে দেওয়ার চেষ্টা করে। সেইসময় জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালান ভারতীয় সেনার জওয়ানরা। ওই জঙ্গি পালানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। জওয়ানদের গুলিতে আহত হয় ওই জঙ্গি। তবে তার পিছনে যে দুই জঙ্গি ছিল, তারা পালাতে সক্ষম হয়। পরে জেরা করে তবরাকের থেকে জানা যায়, ভারতীয় পোস্টে হামলার জন্য পাকিস্তানি মুদ্রায় ৩০,০০০ টাকা দেওয়া হয়েছিল তাকে।

উল্লেখ্য, ওই জঙ্গিকে অনুপ্রবেশের সময় ২০১৬ সালের এপ্রিলে পাকড়াও করেছিল ভারতীয় সেনা। তার ভাই হারুন আলিকেও ধরা হয়েছিল। তবে মানবিকতার খাতিরে ২০১৭ সালের নভেম্বরে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর ফের ভারতীয় সেনার উপর হামলা চালানোর চেষ্টা করে ওই জঙ্গি। তবে এবারও তাকে বাঁচানোর চেষ্টা করেছিল ভারতীয় সেনা। তবে শেষরক্ষা হল না।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল স্বস্তির খবর! ভয়ের কিছু নেই,শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে হরমনপ্রীত! জানালেন স্মৃতি… চার্জশিট-সূত্রের খবরের ফারাক জানেন না কিঞ্জল!'ডাক্তারবাবু'কে কটাক্ষ TMCP নেত্রীর কালই নিম্নচাপ তৈরি, বাড়বে শক্তি, বাংলার কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে কয়েকদিন? সুদীপার বাড়িতে দুর্গাপুজো ঘিরে মহা-আয়োজন, জুটল'মিথ্যেবাদী' তকমা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.