টিভি শোয়ের বিতর্কের মাঝে আচমকা চেয়ার ভেঙে পড়ে গেলেন আলোচনা প্যানেলে থাকা বিশিষ্টজন। পাকিস্তানের এক টিভি চ্যানেলের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।
টুইটারে পোস্ট করা ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন মোট চার জন প্যানেলিস্ট। আলোচনার বিষয় ছিল পাকিস্তানে ক্ষমতাসীন ইমরান খান সরকারের কাজের খতিয়ান।
ইমরানের তেহরিক-ই-ইন্সাফ দলের শাসনকালে কী কী উন্নয়ন হয়েছে, তাই নিয়ে যখন আলোচনায় মশগুল চার বিশেষজ্ঞ, এমন সময় সম্ভবত চেয়ার ভেঙে মাটিতে পড়ে যান এক প্যানেলিস্ট।
ঘটনার আকস্মিকতায় সকলে অপ্রস্তুত হয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করেন সঞ্চালক। বিজ্ঞাপন বিরতির সুযোগ কাজে লাগিয়ে তিনি বিড়ম্বনা থেকে সবাইকে উদ্ধার করেন।
সঞ্চালকের চেষ্টা সত্ত্বেও ঘটনাটি দর্শকদের মধ্যে হাস্যরস তৈরি করেছে অচিরেই। টিভি শোয়ের সেই ভিডিয়ো ফুটেজ সোশ্যাল মিডিয়ায় এ পর্যন্ত ৬১,০০০ ভিউ পেয়েছে। ভিডিয়োটি ৬০০ লাইক পাওয়ার পাশাপাশি রি-টুইট করেছেন ১৭০ জন।
ভিডিযো পোস্টটিতে অসংখ্য কমেন্টও পড়েছে। অনেকেই জানতে চেয়েছেন, সঞ্চালক বিরতি ঘোষণা করার পরে কী ঘটেছিল সেই দিন।
কেউ আবার রসিকতা করে মন্তব্য করেছেন, ‘এত ভারী ভারী কথা বলার ফলে শেষে চেয়ারই ঠিক জবাব দিয়েছে।’
কেউ বলেছেন, ‘ব্রেক কে বাদ, ব্রেক কে লিয়ে।’
ইউজারদের অনেকে চেয়ার ভেঙে পড়ে যাওয়া প্যানেলিস্টের হাল-হকিকৎ জানতে চেয়েছেন। আবার বেশ কয়েক জন সঞ্চালকের তাৎক্ষণিক বুদ্ধির তারিফ করতেও ছাড়েননি।