কর্তারপুর করিডোর দিয়ে যারা শিখেদের ধর্মস্থান দরবার সাহিব কর্তারপুর গুরুদোয়ারায় যাচ্ছেন সেরকম প্রতি ভারতীয়র জন্য ২০ ডলার করে ফিজ ধার্য করেছে পাকিস্তান। এই ফিজ কমানোর জন্য ভারতের তরফে বার বার বলা হয়েছিল। কিন্তু পাকিস্তান সেই কথা শোনেনি। বিদেশদফতরের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে লিখিতভাবে তিনি জানিয়েছেন,২০১৯ সালে এই কর্তারপুর করিডর উদ্বোধনের পর থেকে এখনও পর্যন্ত ১৩০,০০০পূণ্য়ার্থী এই করিডর ব্যবহার করেছেন।
দীর্ঘদিনের দাবি মেনে তৈরি হয়েছে কর্তারপুর করিডর। পাকিস্তানের পঞ্জাব প্রদেশে রয়েছে এই গুরুদোয়ারা। এখানেই শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক তাঁর জীবনের শেষপ্রান্তে ছিলেন। ভিসা ছাড়াই এখানে যাওয়া যায়। পাকিস্তানে থাকা এই পবিত্র গুরুদোয়ারায় যান ভারতীয়দের অনেকেই।
মুরলীধরন জানিয়েছেন, ৯নভেম্বর ২০১৯ সালে এই করিডরের সূচনা হয়েছিল। এরপর থেকে প্রায় ১৩০,০০০ ভক্ত এই কর্তারপুর করিডোর ব্যবহার করেছেন। ভারত সরকার বার বার পাকিস্তান সরকারকে বার বার জানিয়েছে, কোনও ফি বা চার্জ লেভি হিসাবে নেওয়াটা ঠিক নয়।কিন্তু তবুও পাকিস্তান ২০ ডলার করে লেভি নিচ্ছে। কর্তারপুর সাহিব করিডোর দিয়ে যারা যান তাদের ক্ষেত্রে এই লেভি নেয় পাকিস্তান।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ২৪ অক্টোবর ২০১৯ সালে দরবার সাহিব কর্তারপুরে পূণ্যার্থীদের যাওয়ার জন্য একটি চুক্তি হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। এটা ভারতীয় ও প্রবাসী ভারতীয়দের দীর্ঘদিনের দাবি ছিল।
সেই চুক্তি অনুসারে এই করিডোর দিয়ে প্রতিদিন ভারতীয় ও প্রবাসী ভারতীয়রা ভিসা ছাড়াই পাকিস্তানে গিয়ে ওই ধর্মস্থান দেখে আসতে পারেন।