বাংলা নিউজ > ঘরে বাইরে > সন্ত্রাসবাদ মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ পাকিস্তান, বলল আমেরিকা

সন্ত্রাসবাদ মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ পাকিস্তান, বলল আমেরিকা

মুম্বই হামলার দিনেরএক দৃশ্য (ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)

 মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তানের বেশ কয়েকটি মাদ্রাসা সহিংস চরমপন্থী মতবাদ শেখায়।

পাকিস্তান সন্ত্রাসবাদ মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক রিপোর্টে এমনই পর্যবেক্ষণ করা হল। রিপোর্টে বলা হয়েছে, ২০০৮ সালের মুম্বই হামলার মাস্টারমাইন্ড তথা জইশ-ই-মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহার এবং লস্কর-ই-তৈবার সাজিদ মীর সহ সন্ত্রাসীদের বিচার করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। রিপোর্টে আরও বলা হয়েছে যে পাকিস্তান বিলম্ব বা বৈষম্য ছাড়াই সমস্ত সন্ত্রাসী সংগঠনকে ধ্বংস করার অঙ্গীকার করলেও সেই লক্ষ্যে ‘সীমিত অগ্রগতি’ করেছে।

মার্কিন প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি সন্ত্রাসবাদ রুখতে কার্যকর এবং সন্ত্রাসবাদ কার্যকলাপ সংক্রান্ত তদন্ত সম্পর্কিত তথ্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধের প্রেক্ষিতে ‘সময়মত’ সাড়া দেয়। পাকিস্তানের বিষয়ে, মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে যে ফেব্রুয়ারিতে এবং নভেম্বরে লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সাইদকে সন্ত্রাসে অর্থায়নের একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করে এবং তাকে পাঁচ বছর ছয় মাসের কারাদণ্ড দেয় কিন্তু অন্য সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়।  

পাশাপাশি মার্কিন রিপোর্টে পাকিস্তানে হওয়া সন্ত্রাসবাদী হামলার উল্লেখ করা হয়েছে। গতবছর কোয়েট্টায় ইসলামিক স্টেটের এক হামলায় ১৫ জনের মৃত্যু হয়েছিল। আবার করাচি স্টক এক্সচেঞ্জে বালোচ স্বাধীনতাকামীদের হামলার উল্লেখও রয়েছে এই রিপোর্টে। স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে পাকিস্তানের কিছু মাদ্রাসা সহিংস চরমপন্থী মতবাদ শেখায়। যদিও এই প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানকার সরকারের পদক্ষেপের কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

 

বন্ধ করুন