নিশা আনন্দ
পাকিস্তানের সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেড( SNGPL) পঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া ও ইসলামাবাদে ২৪১টি গ্যাসের সংযোগকে বিচ্ছিন্ন করে দেওয়া হল। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ডন সংবাদমাধ্যমের খবর অনুসারে জানা গিয়েছে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে বেআইনি সংযোগ নেওয়া হয়েছে।
টিমের পক্ষ থেকে দেখা হয় লাহোরের বেদিয়ান রোডের একটি ফার্ম হাউসে অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। বহু গৃহস্থালির কানেকশন সেটা বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছিল। এমনকী মারদান এলাকায় দেখা যায় প্রায় ৫ কিমি এলাকায় অবৈধ গ্যাসের সংযোগ। পেশোয়ারে অন্তত ৩০টি অবৈধ সংযোগ মিলেছে। রাওয়ালপিন্ডিতে এই সংখ্যা দাঁড়িয়েছে ১১টি। সেখানে ২৭৭,০০০ জরিমানা করা হয়েছে।
মারদানে ২০টি গ্যাস কানেকশনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সেখানে ৩৬০,০০০ জরিমানা করা হয়েছে।
শিয়ালকোটে ২১টি কানেকশন দিয়ে কম্প্রেসর চালানো হচ্ছিল।এরকম পাকিস্তানের একাধিক জায়গায় অবৈধ গ্যাসের কানেকশন।
গুজরানওয়ালাতে অবৈধ গ্যাস কানেকশনের জেরে ১০টি সংযোগ বাতিল করা হয়েছে। ১৫০,৬৯৩ জরিমানা করা হয়েছে। দুটো এফআইআরও করা হয়েছে।
এদিকে গুজরাটে SNGPL অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে সাতটি কানেকশনকে অবৈধ করা হয়েছে।
অবৈধ গ্যাস কানেকশনের অভিযোগে সাহিওয়ালে পাঁচটি মিটারকে কেটে দেওয়া হয়েছে। ২০,৪৬০ জরিমানা করা হয়েছে। লাহোরে ১৩টা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভাওয়ালপুরে টিম ২২টি কানেকশনকে বিচ্ছিন্ন করে দিয়েছে। মুলতানেও কয়েকটি কানেকশনকে বিচ্ছিন্ন করা হয়েছে। ডনের খবর অনুসারে জানা গিয়েছে, শেখুপুরাতে অবৈধ গ্যাসের সংযোগের অভিযোগে ১৫টা সংযোগকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তার মধ্য়ে দুটি মিটারকে কমপ্রেসর ব্যবহারের জন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।