Pakistan Inflation: বেশি আহামরি জিনিস নয়। সামান্য পেঁয়াজ, টমোটোর মতো সবজি কিনতে গিয়েই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে আমজনতার। পাকিস্তানের সংবাদপত্র ডন-এর রিপোর্ট অনুযায়ী, বেশ কিছু শহরে পেঁয়াজের দাম ২৬০-২৮০ টাকা/কেজি-তে পৌঁছে গিয়েছে। অনেক শহরে টমেটোও বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা প্রতি কেজি দরে।
1/6পাকিস্তানে তুঙ্গে নগদ টাকার সঙ্কট। লাগামছাড়া মুদ্রাস্ফীতি। পরিস্থিতি এমনই যে খাদ্যদ্রব্য ও জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সাপ্তাহিক মূল্যবৃদ্ধি গত বছরের তুলনায় প্রায় ৩১% বেড়ে গিয়েছে। ফলে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীটুকু জোগাড় করতেই কার্যত নাকাল পাকিস্তানবাসী। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/6পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস-এর সাপ্তাহিক রিপোর্টে সেদেশের ১৭টি প্রধান শহরের ৫০ টি বাজারের মোট ৫১টি দ্রব্যের দাম পর্যালোচনা করা হয়েছে। আর তাতেই বোঝা যাচ্ছে পরিস্থিতি ঠিক কতটা খারাপ। বছর ভিত্তিতে(YoY) মূল্যবৃদ্ধির হার ৩০.৬০%। ফাইল ছবি: এএফপি (Reuters)
3/6মূল্যবৃদ্ধির বাজারে মানুষের প্রোটিনের প্রধান উত্স হয়ে দাঁড়ায় ডিম। কিন্তু শান্তিতে একটু ডিমের কারি-ভাত খাওয়াও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানে। বর্তমানে সেখানে গড়ে ১ ডজন ডিমের দাম ৩৩০ টাকা। মুরগির মাংসের কথা তো ছেড়ে দেওয়াই ভাল। সেটি এখন প্রায় ৬৫০ টাকা প্রতি কেজি। আলু ৬০ টাকা। এছাড়া দুধের দামই আঁতকে ওঠার মতো। সেখানে বর্তমানে দুধ বিক্রি হচ্ছে ১৯০ টাকা প্রতি লিটার দামে। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (Reuters)
4/6মূল্যবৃদ্ধির বাজারে মানুষের প্রোটিনের প্রধান উত্স হয়ে দাঁড়ায় ডিম। কিন্তু শান্তিতে একটু ডিমের কারি-ভাত খাওয়াও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানে। বর্তমানে সেখানে গড়ে ১ ডজন ডিমের দাম ৩৩০ টাকা। মুরগির মাংসের কথা তো ছেড়ে দেওয়াই ভাল। সেটি এখন প্রায় ৬৫০ টাকা প্রতি কেজি। আলু ৬০ টাকা। এছাড়া দুধের দামই আঁতকে ওঠার মতো। সেখানে বর্তমানে দুধ বিক্রি হচ্ছে ১৯০ টাকা প্রতি লিটার দামে। ফাইল ছবি: পিক্সাবে (Reuters)
5/6পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ক্রমাগত হ্রাস পাচ্ছে। সেখানকার কেন্দ্রীয় ব্যাঙ্কের বৈদেশিক মুদ্রার রিজার্ঙ ৫.৫ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। গত ৮ বছরের মধ্যে যা সর্বনিম্ন। আর মাত্র ৩ সপ্তাহের আমদানির মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। পাকিস্তানের সরকারি ঋণ গত এক বছরে প্রায় ২২% বৃদ্ধি পেয়ে ৫১ ট্রিলিয়ন রুপি-তে দাঁড়িয়েছে। ফাইল ছবি: ব্লুমবার্গ (Reuters)
6/6পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ক্রমাগত হ্রাস পাচ্ছে। সেখানকার কেন্দ্রীয় ব্যাঙ্কের বৈদেশিক মুদ্রার রিজার্ঙ ৫.৫ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। গত ৮ বছরের মধ্যে যা সর্বনিম্ন। আর মাত্র ৩ সপ্তাহের আমদানির মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। পাকিস্তানের সরকারি ঋণ গত এক বছরে প্রায় ২২% বৃদ্ধি পেয়ে ৫১ ট্রিলিয়ন রুপি-তে দাঁড়িয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)