বাংলা নিউজ > ঘরে বাইরে > গণহত্যা করে কীভাবে জবাবদিহি এড়াতে হয়, তার উদাহরণ পাকিস্তান: রাষ্ট্রপুঞ্জে ভারত

গণহত্যা করে কীভাবে জবাবদিহি এড়াতে হয়, তার উদাহরণ পাকিস্তান: রাষ্ট্রপুঞ্জে ভারত

ফাইল ছবি: ফেসবুক, এপি (Facebook/AP)

পাকিস্তানের আরেকটি বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন করতে চাই। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে,' সাফ জানিয়ে দেন  রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি কাউন্সেলর/আইনি উপদেষ্টা ডঃ কাজল ভাট।

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে জম্মু ও কাশ্মীর ইস্যু উত্থাপন করেছিল পাকিস্তান। তার পাল্টা জবাব দিল ভারত। নয়াদিল্লি বলল, কীভাবে একটি জাতি গণহত্যা এবং জাতিগত নির্মূলতার মতো গুরুতর অপরাধ করে, এবং তার জবাবদিহি এড়িয়ে যায়- তার প্রকৃষ্ট উদাহরণ পাকিস্তান।

সাফ জানিয়ে দেওয়া হয়, সীমান্তে সন্ত্রাসবাদের জবাবে দৃঢ় পদক্ষেপ নেওয়ার বিষয়ে অটল থাকবে ভারত।

রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি কাউন্সেলর/আইনি উপদেষ্টা ডঃ কাজল ভাট দেশের হয়ে বক্তব্য রাখেন। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে তিনি বলেন, পাকিস্তানের প্রতিনিধিরা কিছু মিথ্যা ও বিদ্বেষপূর্ণ প্রচার করে চলেছেন। তার প্রতিক্রিয়া জানাতে তিনি বাধ্য হয়েছেন। তিনি বলেন, 'ওঁরা ভাঙা রেকর্ডের মতো এই একই কথা বলে চলেন।'

ডঃ কাজল ভাট বলেন, আজ আমরা আলোচনা করছি, কীভাবে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এবং ন্যায়বিচারকে শক্তিশালী করা যায়।

পাকিস্তানের গণহত্যার লজ্জাজনক ইতিহাসের কথা তুলে ধরেন তিনি। তিনি বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তান, এখন যার নাম বাংলাদেশ, সেখানে ৫০ বছরেরও আগে গণহত্যা চালানো হয়। কিন্তু এই কথা তারা একবারের জন্যও স্বীকার করেনি। ক্ষমা চাওয়া বা জবাবদিহিতার প্রশ্নই ওঠেনি।

কাউন্সিলের সভাপতি আলবেনিয়ার নেতৃত্বে 'আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের জবাবদিহিতা এবং ন্যায়বিচার শক্তিশালীকরণ' বিষয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে উন্মুক্ত বিতর্ক চলছিল। তাতে পাকিস্তানের প্রতিনিধি জম্মু ও কাশ্মীর ইস্যু উত্থাপন করেন। তার পাল্টা জবাব দেন ডঃ কাজল ভাট।

এর আগের দিন কাউন্সিলে বিতর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিং বলেন, জবাবদিহিতা এবং ন্যায়বিচারকে রাজনৈতিক স্বার্থের সঙ্গে যুক্ত করা যায় না।

'পাকিস্তান নিরাপত্তা পরিষদে একটি জীবন্ত উদাহরণ। তাঁদের দেখলেই বোঝা যায়, কীভাবে একটি রাষ্ট্র গণহত্যা এবং জাতিগত নির্মূলের মতো গুরুতর অপরাধের জন্যও জবাবদিহিতা এড়িয়ে যায়। তাঁদের এই বিষয়ে চিন্তা করতে বলাটা হয়চো একটি বেশিই চাওয়া হয়ে যাবে। তবে তাঁদের কাছে এটুকু প্রার্থনা করব যে, তাঁরা যেন এই কাউন্সিলের মর্যাদা নষ্ট না করেন,' বলেন ডঃ রাজকুমার রঞ্জন সিং।

ডঃ কাজল ভাট বলেন, নিরপরাধ নারী, শিশু, শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীদের পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা পরিচালিত গণহত্যায় যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছিল। এটি 'অপারেশন সার্চলাইট' নামে পরিচিত ছিল।

তিনি বলেন, 'পাকিস্তান কর্তৃক তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর সন্ত্রাসের রাজত্ব, লক্ষ লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কয়েক হাজার নারীকে ধর্ষণ করা হয়েছিল।'

তিনি বলেন, পাকিস্তান এই মুহূর্তে একটাই অবদান রাখতে পারে। সেটা হল ভারতের বিরুদ্ধে চালিত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করা।

'পাকিস্তানের প্রতিনিধি জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের গঠনে তথাকথিত পরিবর্তনের কথাও বলেছেন। জনসংখ্যাগত পরিবর্তনের প্রচেষ্টা যদি কেউ করে থাকে, সেটা হল পাকিস্তানের সমর্থিত সন্ত্রাসবাদীরা। তারা জম্মু ও কাশ্মীরের ধর্মীয় সংখ্যালঘুদের সদস্যদের টার্গেট করছে, তিনি বলেন।

'আর সব শেষে, পাকিস্তানের আরেকটি বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন করতে চাই। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে,' সাফ জানিয়ে দেন তিনি।

'এর মধ্যে পাকিস্তানের অবৈধ দখলের অধীনে থাকা এলাকাগুলিও অন্তর্ভুক্ত। কোনও দেশ থেকে কোনও ধরনের বক্তব্য এবং প্রচার এই সত্যকে অস্বীকার করতে পারে না। আর তাদের অন্যান্য যেসব মন্তব্য রয়েছে, সেগুলি প্রতিক্রিয়ারও যোগ্য নয়,' তিনি বলেন।

ঘরে বাইরে খবর

Latest News

শোণিতপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য ‘বাচ্চার বাচ্চা আসছে…’,দিদিমা হচ্ছেন নীনা গুপ্তা! ২য় বিয়ের এক বছর,গর্ভবতী মাসাবা গর্ভাবস্থাতেই ‘ঢিসুম ঢিসুম’ দীপিকার, ছেলে না মেয়ে চাই? মনের ইচ্ছে জানালেন রণবীর ব্যবসায়ীকে খুনের চেষ্টা, বারে ভাঙচুর, বাকি ৮৭ হাজারের বিল! জেল হতে পারে পরীমনির? লখিমপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য ‘খ্যাঁকখ্যাঁক করে…’,শিমুলের নামে রচনার কাছে নালিশ ঠুকল শ্রীতমা, পালটা মানালি গবাদি পশুও সন্তান! অপহৃত মেয়ে ও গৃহপালিত প্রাণীদের ফিরে পেতে হাইকোর্টে মা ‘ধর্ম যার যার উৎসব সবার’ মমতার সুর লকেটের মুখে, ‘রাম BJP-র একার নয়’ বললেন রচনা জোরহাট লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য কাউন্সিলরের কন্যা নেহাকে কুপিয়ে খুন করল ফৈয়জ, সুতপা হত্যার ছায়া

Latest IPL News

কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা? সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.