বাংলা নিউজ > ঘরে বাইরে > Pakistan: 'এক হাতে পরমাণু বোমা, অন্য হাতে কোরান' নিয়ে পাক সরকারকে আর্থিক সাহায্য চাওয়ার পরামর্শ পাকিস্তানের নেতার

Pakistan: 'এক হাতে পরমাণু বোমা, অন্য হাতে কোরান' নিয়ে পাক সরকারকে আর্থিক সাহায্য চাওয়ার পরামর্শ পাকিস্তানের নেতার

পাকিস্তানের নেতার বার্তা অর্থনৈতিক সংকট নিয়ে।

পাকিস্তানের এক সভা থেকে ওই নেতা বলেন, ‘বাঁ হাতে কোরান নিন, আর ডান হাতে পারমাণু বোমা ভর্তি সুটকেস।’ এই নিয়ে বিশ্বের কাছে রাকিস্তান সরকার যদি আর্থিক সাহায্য চায়, তাহলে তারা তা পাবে বলে দাবি ওই নেতার।

প্রবল আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। সেদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, পরিস্থিতি অভাবনীয়। আইএমএফ-এর আর্থিক সাহায্যের শর্তও কঠিন দিকে যেতে শুরু করেছে। এমন এক অবস্থায় পাকিস্তানের এক নেতার পরামর্শ ঘিরে এক ভাইরাল ভিডিয়ো ব্যাপক আলোড়ন শুরু হয়েছে। পাকিস্তানের এক সভা থেকে ওই নেতা বলেন, ‘বাঁ হাতে কোরান নিন, আর ডান হাতে পারমাণু বোমা ভর্তি সুটকেস।’ এই নিয়ে বিশ্বের কাছে রাকিস্তান সরকার যদি আর্থিক সাহায্য চায়, তাহলে তারা তা পাবে বলে দাবি ওই নেতার।

পাকিস্তানের তেহরিক-এ লব্বাইক পার্টির প্রধান সাদ রিজভি। তাঁরই একটি সভাকে কেন্দ্র করে শুরু হয়েছে তোলপাড়। সভা থেকে রিজভি বলেন, যদি এক হাতে পবিত্র কোরান আর অন্যহাতে পরমাণু বোমার সুটকেস নিয়ে বিশ্বর দরবারে পাকিস্তান আর্থিক সাহায্য চায় তাহলে তা পেতে বাধ্য তারা। পাকিস্তানে একটা সময় পর্যন্ত রিজভির পার্টি তেহরিক-এ লব্বাইক নিষিদ্ধ ছিল। জানা যাচ্ছে, জানুয়ারি মাসের প্রথমের দিকে রিজভি ওই মন্তব্য করেন। যে সময়কালে নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কোরান জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, তখন সাদ রিজভি এই মন্তব্য করেন বলে খবর। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রিজভি বলছেন,'ওরা (প্রশাসন) প্রধানমন্ত্রীকে পাঠাচ্ছে, গোটা মন্ত্রিসভা আর সেনা প্রধানকে পাঠানো হচ্ছে ভিন্ন দেশে। যাতে সেখানে আর্থিক সাহায্যের প্রার্থনার জন্য। আমি জিজ্ঞাসা করি কেন তাঁরা এটা করছেন? তাঁরা বলছেন, পাকিস্তানের অর্থনীতি বিপদে রয়েছে।' এরই সঙ্গে তিনি বলেন ,‘এসব না করে, এক হাতে কোরান আরেক হাতে পরমাণু বোমাপ স্যুটকেস নিন। আর সুইডেনে গোটা মন্ত্রিসভা নিয়ে যান। বলুন আমরা কোরানের নিরাপত্তার জন্য এসেছি। যদি গোটা বিশ্ব এসে আপনার পায়ে না পড়ে যায়, তাহলে আমি নাম বদলে ফেলব আমার।’

সংবাদ সংস্থা এপির খবর অনুযায়ী, জানুয়ারি মাসের শেষের দিকে লাহোরে এক বিশাল জনসভার ডাক দেয় টিএলপি পার্টি। সেখানে ইউরোপের দুটি দেশে পবিত্র কোরান পুড়িয়ে ফেলার প্রতিবাদে সবার আয়োজন করা হয়। মনে করা হচ্ছে সেই সভা থেকেই এই বার্তা দেন টিএলপি নেতা রিজভি।

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন