বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারতের আক্রমণের ভয়ে ‘পা কাঁপেনি’, বেআব্রু হয়ে মুখ বাঁচানোর মরিয়া চেষ্টা পাকিস্তানি সেনার

ভারতের আক্রমণের ভয়ে ‘পা কাঁপেনি’, বেআব্রু হয়ে মুখ বাঁচানোর মরিয়া চেষ্টা পাকিস্তানি সেনার

ভারতে আসার আগে ভারত-পাকিস্তান সীমান্তে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান (ফাইল ছবি, সৌজন্ হিন্দুস্তান টাইমস)

চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে ইমরান খান প্রশাসন।

বেআব্রু করে দিয়েছেন বিরোধী সাংসদ। তা সামাল দিতে তড়িঘড়ি আসরে নামল পাকিস্তানি সেনা। ড্যামেজ কন্ট্রোলের মরিয়া চেষ্টায় পাকিস্তানি সেনার তরফে দাবি করা হল, ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ‘মুক্তির’ ঘটনায় প্রকৃত তথ্য বিকৃত করা হচ্ছে। 

বুধবার পাকিস্তানের সংসদে প্রাক্তন স্পিকার এবং পিএমএল-এনের সাংসদ আয়াজ সাদিক অভিযোগ করেছিলেন, পুলওয়ামা হামলার ঘটনায় পাকিস্তানের নেতারা আতঙ্কে পড়েছিলেন। তারপর ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ‘গুলি করে নামানোর ঘটনা ঘটে’। তিনি আরও দাবি করেছিলেন, ভারতের রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা না করেই উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ইমরান। বিরোধী সাংসদ অভিযোগ করেন, পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব এতটাই আতঙ্কে ছিল যে ‘ভয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির পা কাঁপছিল।’

তার জেরে স্বভাবতই চূড়ান্ত অস্বস্তিতে পড়ে ইমরান খান প্রশাসন। সেই অস্বস্তির মাত্রা এতটাই বেশি ছিল যে ইমরানের মুখ বাঁচাতে আসরে নামে পাকিস্তানি সেনা। তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে বৃহস্পতিবার ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস মেজর জেনারেল বাবর ইফতিকার দাবি করেন, ‘একটি দায়িত্ববান রাষ্ট্রের পরিণত প্রতিক্রিয়া’ হিসেবে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ছাড়া হয়েছিল। তিনি বলেন, ‘গতকাল (বুধবার) একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে (অভিনন্দন বর্তমানের মুক্তি সংক্রান্ত) তথ্য বিকৃত করার চেষ্টা করা হয়েছে।’

মরিয়া ড্যামেজ কন্ট্রোলের মধ্যেই ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন মেজর জেনারেল বাবর। তিনি দাবি  করেন, গত বছর ২৬ ফেব্রুয়ারি ‘যাবতীয় আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছিল এবং পাকিস্তানকে আক্রমণ করেছিল।' তা ভারত নাকি ‘শুধুমাত্র হারের মুখ দেখেনি, বরং সারা বিশ্বে চূড়ান্ত অপদস্থ হয়েছিল।’ তারই অঙ্গ হিসেবে ‘শুত্রুপক্ষকে যোগ্য জবাব দেওয়ার' সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানি সেনা। ইমরানের বিদেশমন্ত্রী ‘পা কাঁপার’ তত্ত্বের ভিত্তিতে তিনি দাবি করেন, ভারত নাকি ‘আতঙ্কিত’ হয়ে পড়েছিল।

ঘরে বাইরে খবর

Latest News

তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.