দিনে দিনে গভীর হচ্ছে পাকিস্তানের আর্থিক সংকট। সদ্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেন, তাঁদের দেশ কার্যত দেউলিয়া হওয়ার পথে। আর এই পরিস্থিতির জন্য, সেদেশের আমলাতন্ত্র থেকে প্রতিষ্ঠান, রাজনীতিবিদদের কাঠগড়ায় দাঁড় করান তিনি। সাফ বার্তায় তিনি জানান, পাকিস্তানের স্থিতিশীল হওয়া অত্যন্ত জরুরি।
পাকিস্তানের শিয়ালকোটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখছিলেন খোয়াজা আসিফ। তিনি বলেন, ‘পাকিস্তান দেউলিয়া হতে চলেছে। … ধসে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা একটা দেউলিয়া দেশে থাকছি।’ সোচ্চার কণ্ঠে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন,' আমাদের সমস্যার সমাধান আমাদের দেশের মধ্যেই রয়েছে। আইএমএফের কাছে পাকিস্তানের সমস্যার সমাধান নেই।' সেদেশে প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য তুলে ধরেছে, পাকিস্তানের সংবাদপত্র ‘দ্য ডন’।তিনি অভিযোগের সুরে বলেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী, সংবিধান না মেনে চলার প্রবণতা। আর তার জেরেই এই ভয়াবহ আর্থিক বিপর্যয় নেমে এসেছে বলে দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর। গত ৭০ বছরে সেদেশে আই মেনে চলা হয়নি বলেই পাকিস্তানের এই আর্থিক বিপর্যয় বলেও তিনি অভিযোগ তোলেন। ('২০০০ কোটি টাকার ডিল', শিবসেনার দলীয় নাম ও প্রতীক ইস্যুতে বিস্ফোরক অভিযোগ রাউতের)
প্রসঙ্গত, বর্তমানে পাকিস্তান দশকের সবচেয়ে ভয়ানক মুদ্রাস্ফীতির মধ্যে দিয়ে যাচ্ছে। ধসে গিয়েছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। আর ক্রমাগত ঋণের সুদ দিতে গিয়েই তা ধসে যাচ্ছে। যা পরিস্থিতি তাতে সেদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ১০ থেকে ১৫ দিনের আমদানির ক্ষেত্রে বিপজ্জনক। মুদি অ্যানালিটিক্সের রিপোর্ট বলছে, বছরের প্রথমার্ধের জন্য পাকিস্তানের মুদ্রাস্ফীতি গড়ে ৩৩ শতাংশ হতে পারে। অর্থনীতিবিদ ক্যাটরিনা এল বলছেন, শুধুমাত্র আইএমএফের সাহায্য দিয়েই পাকিস্তানের করুণ পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব নয়।
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী নিজের বক্তব্যে ইমরান সরকারের দিকে তোপ দাগতে ছাড়েননি। তিনি বলেন, ইমরান সরকারের আমলেই সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়েছে। আর সন্ত্রাসবাদই পাকিস্তানের ভবিতব্য। তিনি জানান, বর্তমান পাকিস্তান সরকার শাহবাজ শরিফ প্রশাসন চাইছে আইএমএফের কাছ থেকে ঋণ নিয়ে দেশকে আর্থিক কষ্ট থেকে উদ্ধার করা। তবে পরিসংখ্যান যা বলছে, তাতে সেটি করার ক্ষেত্রেও পরতে পরতে বিপদ লুকিয়ে রয়েছ পাকিস্তানের সামনে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup