বাংলা নিউজ > ঘরে বাইরে > 'সরকারি সম্পত্তি' বিক্রি করছেন ইমরান খান! পাক তোশাখানার নীরবতায় তুঙ্গে বিতর্ক

'সরকারি সম্পত্তি' বিক্রি করছেন ইমরান খান! পাক তোশাখানার নীরবতায় তুঙ্গে বিতর্ক

পাক প্রধানমন্ত্রী ইমরান খান (ফাইল ছবি : রয়টার্স) (REUTERS)

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি দামি ঘড়িও বিক্রির অভিযোগ উঠেছে।

বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের তরফে পাকিস্তানকে দেওয়া বহু উপহার বিক্রি করেছেন পাকিস্তানি প্রধামন্ত্রী ইমরান খান। এমনই অভিযোগ করল পাকিস্তানের বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি দামি ঘড়িও বিক্রির অভিযোগ উঠেছে।

সাধারণত, যেকোনও দেশের রাষ্ট্রপ্রধান যখন অন্য দেশে সফর করেন তখন দামী উপহার আদান প্রদানের রেওয়াজ রয়েছে। পাকিস্তানি আইন অনুযায়ী এই উপহার সরকারি সম্পত্তি। এগুলো বিক্রি করতে হলে নিলাম ডাকতে হয়। পাকিস্তানি মুদ্রায় ১০ হাজার টাকার কম দামী সামগ্রী পদাধিকারিকরা রাখতে পারেন নিজেদের কাছেই। তবে পাক প্রধানমন্ত্রী বেআইনি ভাবে সব উপহার বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।

এই আবহে পাকিস্তানের বিরোধী দল পিএমএল-এন ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নাওয়াজ টুইট করে দাবি করেন, 'ইমরান খান অন্যান্য দেশ থেকে পাওয়া উপহার বিক্রি করেছেন। ইমরান খান তোশাখানা থেকে বিদেশী উপহার লুট করে নিয়েছেন এবং আপনি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছেন? একজন ব্যক্তি কীভাবে এতটা অসংবেদনশীল, বধির, বোবা এবং অন্ধ হতে পারে?' পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি মওলানা ফজলুর রেহমানও তোপ দাগেন ইমরান খানকে।

এদিকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডঃ শাহবাজ গিল এই বিষয়ে বলেন, 'সাধারণত প্রধানমন্ত্রী ইমরান খান তোশাখানাতে এই ধরনের উপহার জমা করেন। তবে, তিনি যদি সেগুলি নিজের কাছে রাখতে চান, তবে তাঁকে এর জন্য সমপরিমাণ অর্থ দিতে হয়।' তবে ইমরান খান সেসব উপহার বিক্রি করেছেন কি না, বা নিজে তোশাখানয় টাকা জমা দিয়ে নিয়েছেন কি না, তা নিয়ে কিছুই বলেননি গিল। উল্লেখ্য, গতমাসে তোশাখানায় জমা পরা উপহারের বিস্তারিত তথ্য চাওয়া হলে সেই বিষয়ে তথ্য প্রকাশ করা হয়নি। দাবি করা হয়, দেশের ভাবমূর্তির স্বার্থে তোশাখানার বিস্তারিত তথ্য প্রকাশ অবাঞ্ছনীয়। এরপর থেকেই বিভিন্ন রাষ্ট্র্রধানদের দেওয়া উপহার বিক্রি করার অভিযোগ উঠতে থাকে ইমরান খানের বিরুদ্ধে।

ঘরে বাইরে খবর

Latest News

ট্রেনিং সেশনে বিরাট কোহলির নতুন অবতার, ম্য়াক্সওয়েলেরে সঙ্গে ফুটবলে মাতলেন বিরাট ‘কচি বউ’কে নিয়ে মজে কাঞ্চন, আচমকাই সাদা থানে সামনে এলেন পিঙ্কি! কীসের খোঁজে? রোজ চিকেন খেলে কী হয় জানেন? মৃত বেড়ে ৯, গার্ডেনরিচ কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা করায় ফিরহাদের বিরুদ্ধে কমিশনে BJP বিজেপিতে যোগ দিলেন সুফি সাধক, সংখ্যালঘু ভোট টানতেই উদ্যোগী অমিত শাহ এসপ্ল্যানেড–হাওড়া মেট্রোর জেরে প্রভাব পড়ল ফেরিতে, বিকল্প ভাবনা পরিবহণ দফতরের চোটের জন্য ছিটকে গিয়েছেন বেহরেনডর্ফ, পরিবর্তের নাম ঘোষণা করল MI দুর্নীতি, অধর্ম শক্তির ‘দাস’ হলেন মোদী, তাই আমি সত্যি বললেই চটে যান, তোপ রাহুলের কারও পৌষ মাস, কারও সর্বনাশ! ১৭% বেতন বেড়েছে কর্মীদের, এরপরই LIC-র শেয়ার দরে পতন ভেঙে দেওয়া হল অ্যাডহক কমিটি, ব্রিজভূষণ সিংয়ের ঘনিষ্ঠ পেলেন WFI-এর নিয়ন্ত্রণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.