সদ্য ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে তাঁর পার্টি তেহরিক-এ-ইনসাফের সদস্যরা জোরালো মিছিলে পা মেলান। ইমরান-পন্থীদের সেই মিছিলের জেরে পাকিস্তানে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। সেই দিন ইসলামাবাদ কার্যত দুর্গে পরিণত হয়। এরপরই ইমরানের সমর্থকদের সেই মিছিলে হিংসার ঘটনার তদন্ত করতে টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছে শাহবাজ সরকার। এমনই খবর পেশ করেছে এক্সপ্রেস ট্রিবিউন।
শাহবাজ সরকার নির্দেশ দিয়েছে, পাকিস্তানের ইন্টিরিয়র মন্ত্রী সৈয়দ মহসিন নাকভি এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন, বলে জানানো হয়েছে। এই টাস্ক ফোর্সে থাকছেন, পাকিস্তানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আহাদ চিমা, ইনফরমেশন মন্ত্রী আতাউল্লাহ তারার, আইনমন্ত্রী আজাম নাজিম তারার। এছাড়াও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, কিছু দিন আগে, ইমরান খানের পার্টির ১০ হাজার সমর্থক একটি জনসমাগম সংক্রান্ত নিষেধাজ্ঞা ভেঙে ইসলামাবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছড়ায়। মিছিল ডি চকের দিকে এগোতেই তৎপর হয় ফোর্স। এদিকে, ঘটনায় ৪ জনের মৃত্যু হয়। তারপর থেকেই বিষয়টিকে কড়া হাতে দমন করতে উদ্যত হয় শেহবাজ সরকার। এদিকে, পরিস্থিতির জেরে ইসলামাবাদ দুই দিক থেকে তপ্ত। একদিকে রাজনৈতিক দিক থেকে অন্যদিকে, নিরাপত্তার দিক থেকে তপ্ত ইসলামাবাদ। এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই পরিস্থিতির মোকাবিলায় এক টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন। যাতে ভবিষ্যতেও এমন ধরনের বিক্ষোভের মোকাবিলা করা যায়।
টাস্ক ফোর্স কী করতে চলেছে?
মনে করা হচ্ছে, সেদিন ইসলামাবাদে ইমরানপন্থীদের মিছিল ঘিরে যাঁরা তাণ্ডব চালিয়েছেন, তাঁদের চিনে নিয়ে পদক্ষেপের পথে হাঁটবে পাকিস্তান সরকার। এছাড়াও পাকিস্তানের সরকার একটি দাঙ্গা নিয়ন্ত্রণকারী ফোর্স (রায়ট কন্ট্রোল ফোর্স) তৈরি করবে। যেখআনে সদস্যদের অত্যাধুনিক যন্ত্র দিয়ে প্রশিক্ষিত করা হবে, আর প্রশিক্ষণ হবে আন্তর্জাতিক স্তরে। এছাড়াও শেহবাজ শরিফ, পাকিস্তানে একটি ফেডারাল ফরেন্সিক ল্যাব তৈরি করার ঘোষণা করেন। যেখানে হিংসার ঘটনার থেকে নমুনা নিয়ে তদন্ত হবে অত্যাধুনিক প্রযুক্তিতে।