বাংলা নিউজ > ঘরে বাইরে > Pakistan: দরিদ্র দশা পাকিস্তানে! আইএমএফের কাছে ফের লোন চাইছে ভারতের প্রতিবেশী, সরকারি কোম্পানি বিক্রি করেও রেহাই নেই

Pakistan: দরিদ্র দশা পাকিস্তানে! আইএমএফের কাছে ফের লোন চাইছে ভারতের প্রতিবেশী, সরকারি কোম্পানি বিক্রি করেও রেহাই নেই

দারিদ্রতা মেটাতে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর (REUTERS)

Shahbaz Sharif: সরকারের কাজ ব্যবসা করা নয়, ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব। এমনটাই জানিয়েছেন শাহবাজ শরীফ।

নগদ সংকটে পাকিস্তান। মুদ্রাস্ফীতি, দুর্নীতি এবং সম্পদের অভাবের কারণে একটি ভয়ানক অর্থনৈতিক ট্র্যাজেডিতে ভুগছে দেশটি। কিছুটা রেহাই পেতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সহ সে দেশের বেশিরভাগ সরকারি সংস্থা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সেভাবে হয়ত সুরাহা মেলেনি। তাই ফের আরও একবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফের থেকে মোটা অঙ্কের লোন চাইছে পাকিস্তান। কিন্তু আন্তর্জাতিক সংস্থার সন্দেহ আছে যে পাকিস্তান ঋণ পরিশোধ করতে পারবে কি না।

উল্লেখ্য, রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি, অব্যবস্থাপনা, কোভিড-১৯ মহামারী, বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ সবই অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। তাই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বর্তমানে দেশের তীব্র ভারসাম্য-অবশ্য-প্রদান সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে আরও একটি বেলআউট চেয়ে বলেছেন, 'আইএমএফের আরও একবার সাহায্য না করলে আমরা বাঁচতে পারব না।' পাকিস্তানের সঙ্গে আইএমএফের একটি অস্থায়ী, বা স্টাফ-লেভেল চুক্তিতে সম্মত হওয়ার একদিন পরে এই মন্তব্য করেছেন শরীফ। বোর্ড যদি তাঁর আপিল অনুমোদন করে, তাহলে বিদ্যমান ৩ বিলিয়ন ডলারের স্ট্যান্ডবাই ব্যবস্থার অধীনে শেষ কিস্তি হিসাবে ১.১ বিলিয়ন ডলার সাহায্য পাবে পাকিস্তান।

আমেরিকা ভিত্তিক ওই ঋণদাতা সংস্থা ইতিমধ্যেই বলেছে যে ইসলামাবাদ আবেদন করলে তারা একটি মধ্যমেয়াদী সাহায্য দিতে পারে। যদিও পাকিস্তান সরকার দীর্ঘমেয়াদের জন্য যে বড় অঙ্কের বেলআউট চাইছেন, তার পরিমাণ ঠিক কতটা হতে পারে, সে সম্পর্কে কিছুই জানায়নি।

  • পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার উন্নতি কীভাবে সম্ভব?

পাকিস্তানের ২৪০ মিলিয়নেরও বেশি নাগরিক এখন সংকটে রয়েছেন। দেশের দরিদ্ররা বিশেষভাবে খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে, প্রায় ৩০ শতাংশের কাছাকাছি পাকিস্তানিরা অপরিহার্য জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এবং প্রকৃত মজুরিতে তীব্র হ্রাস দেখেছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমে এসেছে। হাতে আছে মাত্র ৮ বিলিয়ন ডলার, মোটামুটি আট সপ্তাহের আমদানিতেই এই পরিমাণ শেষ হয়ে যাবে। সব মিলিয়ে এখন প্রবল চাপে দেশটা। তাই করাচি-ভিত্তিক ব্রোকারেজ ফার্ম টপলাইন সিকিউরিটিজের সিইও মোহাম্মদ সোহেল বলেছেন, 'যদি সরকার দীর্ঘমেয়াদী আইএমএফ ঋণ পায় এবং চুক্তির শর্তাবলী মেনে চলে, তাহলেই একমাত্র অর্থনীতির উন্নতি হতে পারে।'

উল্লেখ্য, কয়েকদিন আগেই দেশের সরকারের তরফে জানানো হয়েছিল যে কৌশলগত সরকারি প্রতিষ্ঠান ছাড়া অন্য সমস্ত সরকারি প্রতিষ্ঠান বেসরকারিকরণ করা হবে। স্থানীয় গণমাধ্যমের খবরেও বলা হয়েছে, লোকসানে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের (এসওই) বেসরকারিকরণ করতে চাইছেন শরীফ। বেসরকারিকরণ করার এই সময়ের মধ্যে, কোনও সংস্থা লাভ বা ক্ষতির মুখে পড়ছে কিনা তার ভিত্তিতে কোনও পার্থক্য করা হবে না। শরীফ বিশ্বাস করেন যে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের বেসরকারীকরণ করদাতাদের অর্থ সাশ্রয় করবে এবং সরকারকে জনগণকে মানসম্পন্ন সেবা প্রদানে সহায়তা করবে। শরীফ আরও জানিয়েছেন যে, সরকারের কাজ ব্যবসা করা নয়। ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করাই সরকারের দায়িত্ব।

  • বেসরকারিকরণ দেশটিকে কীভাবে সাহায্য করবে

এ প্রসঙ্গেই অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষক সাফিয়া আফতাব ডিডব্লিউকে বলেছেন, বেসরকারিকরণ অবশ্যই প্রয়োজন এবং আমার মতে এটি দীর্ঘ সময়ের অপেক্ষা। বেসরকারীকরণ এবং চাকরি হারানো ইত্যাদি নিয়ে বক্তৃতায় প্রায়শই যা মিস করা হয় তা হ'ল আমরা সবাই, দরিদ্র সহ, এমনই রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলির জন্য অর্থ প্রদান করি, যেগুলি কিছুই করছে না এবং ক্ষতির মধ্যেই চলছে। অনেকেই সরকারের এই বেসরকারিকরণের সিদ্ধান্তে সম্মত। দাবি উঠেছে, এয়ারলাইন এবং অন্যান্য লোকসানকারী সংস্থাগুলির বেসরকারীকরণ পাকিস্তানের পক্ষে কাজ করবে কারণ এটি সরকারী লোকসান কমাবে। দেশটি ১৯৯০ এর দশকের শেষের দিকে ব্যাঙ্কগুলোর একই অবস্থা দেখেছিল এবং বেসরকারীকরণের পরে ব্যাঙ্কগুলো আবার সরকারের পাশে দাঁড়াতে শুরু করেছিল।

  • অর্থনৈতিক পুনরুদ্ধার ধীর হবে

অর্থনীতিবিদ আফতাব বলেছেন, আমদানিতে বিধিনিষেধের প্রভাব উৎপাদনে পড়ে। বিশেষ করে, যখন পাবলিক সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামের দেশীয় অর্থনীতিতে কম কার্যকলাপ রয়েছে। তাই তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে অর্থনৈতিক পুনরুদ্ধার ধীর হবে এবং প্রবৃদ্ধি ফিরে আসতে কয়েক বছর সময় লাগবে। আফতাবের দাবি, আইএমএফ কর্মসূচি স্বল্পমেয়াদে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারবে না। তবে এটি চলতি হিসাব এবং রাজস্ব ঘাটতি কমিয়ে আনবে, যা মুদ্রাস্ফীতি স্থিতিশীল করতে সাহায্য করবে।

পরবর্তী খবর

Latest News

সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? ১৩ ডিসেম্বরের রাশিফল রইল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ কারা লাকি? রইল ১৩ ডিসেম্বর ২০২৪র রাশিফল Video:মেলায় গিয়ে দোলনায় উঠে রিল-সেলফি! বড় দুর্ঘটনায় আহত ২ এভাবে পালন করলে গীতা জয়ন্তী, বদলাবে জীবনের মোড়, ভাগ্য হবে সুপ্রসন্ন শেষ পর্যন্ত পদত্যাগ করলেন জেসন গিলেসপি! দলের কোচিং দায়িত্বে প্রাক্তন পাক তারকা খরমাসের পর ২০২৫ সালে ১৬ জানুয়ারি থেকে শুরু বিয়ের শুভ তারিখ, রইল তালিকা যার হাত ধরে বিশ্বকাপ জিতেছেন ভারত, তাঁকে পাশে নিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ থানায় নেই মহিলা পুলিশ, পুরুষ অফিসার কি যৌন নির্যাতনের অভিযোগ লিখতে পারবেন? 'ইস্টবেঙ্গলের সঙ্গে ছোট দলের মতো আচরণ করছে', লাল কার্ড নিয়ে বিস্ফোরক কোচ ব্রুজো থাই-স্লিট প্যান্টে আগুন ঝরালেন শামির প্রাক্তন স্ত্রীর!শীতেও উষ্ণতা ছড়ালেন হাসিন

IPL 2025 News in Bangla

ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.