বাংলা নিউজ > ঘরে বাইরে > Pakistan: ‘মানবিক’ প্রেক্ষাপটে ২০০ ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিল আর্থিক সংকটগ্রস্ত পাকিস্তান

Pakistan: ‘মানবিক’ প্রেক্ষাপটে ২০০ ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিল আর্থিক সংকটগ্রস্ত পাকিস্তান

পাকিস্তান মুক্তি দিল ১৯৮ জনকে। (প্রতীকী ছবি)

গত ১২ মে ১৯৮ জন মৎস্যজীবীকে ভারতের হাতে তুলে দিয়েছে পাকিস্তান। এরপর ২ জুন আরও ২০০ মৎস্যজীবীকে ছেড়ে দেয় সেদেশ। একথা জানিয়েছেন খোদ পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

আর্থিক বিপর্যয়ে বিধ্বস্ত পাকিস্তান। তারই মাঝে তারা ভারতের ২০০ জন মৎস্যজীবীকে ‘মানবিকতা’র নিরিখে মুক্তি দেওয়ার ঘোষণা করল সেদেশ। সেদেশের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এই ঘোষণা করেছেন। উল্লেখ্য, ভারতের কট্টর বিরোধী মন্তব্যের জন্য বহুবারই খবরের শিরোনাম কেড়েছেন বিলাওয়াল।

গত মাসেই ১৯৮ জন ভারতীয় মৎসজীবীকে মুক্তি দিয়েছে পাকিস্তান। এই মৎস্যজীবীদের বিরুদ্ধে রয়েছে পাকিস্তানের জলসীমায় মাছ তোলার অভিযোগ। ভারতের জলসীমা পার করে পাকিস্তানের জলসীমায় গিয়ে পড়ার অভিযোগে তারা অভিযুক্ত। জানা গিয়েছে, এই ধৃত ২০০ জন পাকিস্তানি মৎস্যজীবীকে করাচির জেলে রাখা হয়েছিল। সদ্য তাদের ওয়াঘা সীমান্তে ভারতের হাতে তুলে দেওয়া হবে।

গত ১২ মে ১৯৮ জন মৎস্যজীবীকে ভারতের হাতে তুলে দিয়েছে পাকিস্তান। এরপর ২ জুন আরও ২০০ মৎস্যজীবীকে ছেড়ে দেয় সেদেশ। একথা জানিয়েছেন খোদ পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। বিলাওয়াল এই মুক্তিকে রাজনীতির উর্ধে বলে নিজের পোস্টে ব্যাখ্যা করেছেন। তিনি লেখেন,'এটি পাকিস্তানের মানবিক বিষয়ে রাজনীতি না করার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। রাজনীতির চেয়ে সহানুভূতি প্রাধান্য দেওয়া উচিত।' পাকিস্তান যে এই মৎস্যজীবীদের ছেড়ে দিয়েছে, তা নিশ্চিত করেছে ইধি ফাউন্ডেশন। উল্লেখ্য, কয়েদিদের করাচি থেকে লাহোর আসার খরচ দিয়ে থাকে এই ইধি ফাউন্ডেশন। পাকিস্তানের তরফে জানানো হয়েছে এই ২০০ জনকেও পাকিস্তান ওয়াঘা সীমান্তে ভারতের হাতে হস্তান্তরিত করবে।

এদিকে, পাকিস্তান এই মুহূর্তে রেকর্ড ব্রেকিং মুদ্রাস্ফিতীর মধ্যে রয়েছে। মুদ্রাস্ফীতিতে শ্রীলঙ্কাকে ছাপিয়ে পাকিস্তানের অঙ্ক ৩৮ শতাংশ বেড়েছে। আর্থিক দেউলিয়া হয়ে পড়া শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি ২৫.২ শতাংশ। আর পাকিস্তানে তা ২৫.২ শতাংশ। চলতি বছরের এপ্রিলেই পাকিস্তান শ্রীলঙ্কাকে ছাপিয়ে গিয়েছে। এদিকে, আর্থিক সমস্যা কাটাতে পাকিস্তান দ্বারস্থ হয়েছিল আন্তর্জাতিক অর্থভাণ্ডারের। আর সেই আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকেই জানানো হয়েছে যে, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক তোলপাড় মিটলে তারপরই পদক্ষেপ করা হবে আর্থিক সাহায্যে বিষয়ে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.