আর্থিক বিপর্যয়ে বিধ্বস্ত পাকিস্তান। তারই মাঝে তারা ভারতের ২০০ জন মৎস্যজীবীকে ‘মানবিকতা’র নিরিখে মুক্তি দেওয়ার ঘোষণা করল সেদেশ। সেদেশের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এই ঘোষণা করেছেন। উল্লেখ্য, ভারতের কট্টর বিরোধী মন্তব্যের জন্য বহুবারই খবরের শিরোনাম কেড়েছেন বিলাওয়াল।
গত মাসেই ১৯৮ জন ভারতীয় মৎসজীবীকে মুক্তি দিয়েছে পাকিস্তান। এই মৎস্যজীবীদের বিরুদ্ধে রয়েছে পাকিস্তানের জলসীমায় মাছ তোলার অভিযোগ। ভারতের জলসীমা পার করে পাকিস্তানের জলসীমায় গিয়ে পড়ার অভিযোগে তারা অভিযুক্ত। জানা গিয়েছে, এই ধৃত ২০০ জন পাকিস্তানি মৎস্যজীবীকে করাচির জেলে রাখা হয়েছিল। সদ্য তাদের ওয়াঘা সীমান্তে ভারতের হাতে তুলে দেওয়া হবে।
গত ১২ মে ১৯৮ জন মৎস্যজীবীকে ভারতের হাতে তুলে দিয়েছে পাকিস্তান। এরপর ২ জুন আরও ২০০ মৎস্যজীবীকে ছেড়ে দেয় সেদেশ। একথা জানিয়েছেন খোদ পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। বিলাওয়াল এই মুক্তিকে রাজনীতির উর্ধে বলে নিজের পোস্টে ব্যাখ্যা করেছেন। তিনি লেখেন,'এটি পাকিস্তানের মানবিক বিষয়ে রাজনীতি না করার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। রাজনীতির চেয়ে সহানুভূতি প্রাধান্য দেওয়া উচিত।' পাকিস্তান যে এই মৎস্যজীবীদের ছেড়ে দিয়েছে, তা নিশ্চিত করেছে ইধি ফাউন্ডেশন। উল্লেখ্য, কয়েদিদের করাচি থেকে লাহোর আসার খরচ দিয়ে থাকে এই ইধি ফাউন্ডেশন। পাকিস্তানের তরফে জানানো হয়েছে এই ২০০ জনকেও পাকিস্তান ওয়াঘা সীমান্তে ভারতের হাতে হস্তান্তরিত করবে।
এদিকে, পাকিস্তান এই মুহূর্তে রেকর্ড ব্রেকিং মুদ্রাস্ফিতীর মধ্যে রয়েছে। মুদ্রাস্ফীতিতে শ্রীলঙ্কাকে ছাপিয়ে পাকিস্তানের অঙ্ক ৩৮ শতাংশ বেড়েছে। আর্থিক দেউলিয়া হয়ে পড়া শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি ২৫.২ শতাংশ। আর পাকিস্তানে তা ২৫.২ শতাংশ। চলতি বছরের এপ্রিলেই পাকিস্তান শ্রীলঙ্কাকে ছাপিয়ে গিয়েছে। এদিকে, আর্থিক সমস্যা কাটাতে পাকিস্তান দ্বারস্থ হয়েছিল আন্তর্জাতিক অর্থভাণ্ডারের। আর সেই আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকেই জানানো হয়েছে যে, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক তোলপাড় মিটলে তারপরই পদক্ষেপ করা হবে আর্থিক সাহায্যে বিষয়ে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup