তেহরিক-ই-লাবাইক পাকিস্তান (টিএলপি) আজ ডাক দিয়েছে 'লাবাইক ইয়া আকসা মিলিয়ন মার্চ'-এর। এই আবহে পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিতে আজ অঘোষিত কার্ফু জারি করা হয়েছে। এই শহরগুলিতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। ইসলামাবাদে ঢোকার সব রুট সিল করে দেওয়া হয়েছে। এর আগে গত পরশু রাতে লাহোর শহরে ইজরায়েলবিরোধী বিক্ষোভের আবহে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল। পুলিশ ও টিএলপি সদস্যদের মধ্যে সহিংস সংঘর্ষ হয়েছিল সেই রাতে। এর জেরে কয়েক ডজন আহত হয়েছিলেন বলে জানিয়েছিল পুলিশ। আর আজ, শুক্রবার ইসলামাবাদে মার্কিন দূতাবাসের বাইরে ইজরায়েলবিরোধী বিক্ষোভ করার জন্য তেহরিক-ই-লাবাইক কর্মসূচির ডাক দিয়েছিল পাকিস্তান।
এর আগে গত বুধবার রাতে পাক পঞ্জাবের পুলিশ টিএলপির সদর দফতরে অভিযান চালিয়েছিল। টিএলপির প্রধান সাদ হুসেন রিজভিকে গ্রেফতার করতেই সেই হানা দেওয়া হয়েছিল। পঞ্জাব পুলিশ অভিযান শুরু করার পরে শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছিল লাহোরে। এই আবহে আজ ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে পুলিশ খুবই সতর্ক টিএলপির কর্মসূচি নিয়ে। সূত্রের খবর, পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটিকে (পিটিএ) শুক্রবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহসিন নকভির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পঞ্জাব সরকার প্রদেশ জুড়ে ১৪৪ ধারা জারি করেছে। ১০ দিনের জন্য সমস্ত ধরনের বিক্ষোভ, সমাবেশ এবং জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার।
উল্লেখ্য, আজকে জুমার নমাজের পরে গাজা চুক্তির বিরুদ্ধে মার্কিন দূতাবাসের দিকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিল তেহরিক-ই-লাবাইক। তার আগে পাকিস্তানি পুলিশ তেহরিক-ই-লাবাইকের সদর দফতর সিল করে দেওয়ার চেষ্টা করেছিল বুধবার। আর এই নিয়ে সংঘর্ষ বাধে। উল্লেখ্য, এই তেহরিক-ই-লাবাইক বা টিএলপি হল পাকিস্তানের একটি চরমপন্থী ইসলামি রাজনৈতিক দল। ২০১৫ সালের অগস্টে খাদিম হুসাইন রিজভি এই দলটির প্রতিষ্ঠা করে। প্রথম দফায় নির্বাচনে নেমেই এই দলটি পাকিস্তান জুড়ে ২০ লাখেরও বেশি ভোট পেয়েছিল। ২০২৪ সালের নির্বাচনে পাকিস্তানে ২৮.৯ লাখ ভোট পেয়েছিল দলটি। এই আবহে জনসমর্থনের নিরিখে পাকিস্তানের পঞ্চম বৃহত্তম রাজনৈতিক দল এটি। এহেন টিএলপি-র অভিযোগ, পাকিস্তানের সরকার আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ইজরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং গাজার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।