পাকিস্তান সেনাবাহিনী বুধবার জানিয়েছে যে জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনার অবসান হয়েছে, ২১ জন যাত্রী এবং আধাসামরিক ফ্রন্টিয়ার কর্পসের চার সৈন্যকে খুব করেছে বিএলএ যারা ট্রেনের নিয়ন্ত্রণ নিয়েছিল।
অবশেষে হাড়হিম এই ট্রেন হাইজ্যাকের ঘটনার অবসান। গত কয়েক ঘণ্টা ধরে একেবারে টান টান উত্তেজনা হচ্ছিল।
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজ টিভিকে বলেছেন, ঘটনাস্থলে উপস্থিত ৩৩ জঙ্গির সবাই নিহত হয়েছে।
আহমেদ শরিফ বলেন, 'সশস্ত্র বাহিনী সব জঙ্গিকে হত্যা করে এবং সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করে বুধবার সন্ধ্যায় সফলভাবে অভিযান শেষ করেছে।
নয়টি কোচে প্রায় ৪০০ যাত্রী নিয়ে জাফর এক্সপ্রেসটি কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে বিএলএ জঙ্গিরা বিস্ফোরক ব্যবহার করে লাইনচ্যুত করে এবং কোয়েটা থেকে ১৬০ কিলোমিটার দূরে একটি সুড়ঙ্গে গুদালার ও পিরু কুনরির পার্বত্য ভূখণ্ডের কাছে তারা ট্রেনটি হাইজ্যাক করে।
বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) মঙ্গলবার এই হামলার দায় স্বীকার করে বলেছিল যে তারা ছয় সৈন্যকে হত্যা করেছে।
তবে এক সেনা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ট্রেনের যাত্রী ২৭ অফ ডিউটি সেনা নিহত হয়েছেন।
এক সেনা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, অভিযানে ৩৪৬ জন পণবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে এবং ৩০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে।
'গোটা দেশ গভীরভাবে মর্মাহত', জানালেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ
জাফর এক্সপ্রেসে জঘন্য জঙ্গি হামলার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির সঙ্গে কথা বলেছি। গোটা জাতি এই কাপুরুষোচিত ঘটনায় গভীরভাবে মর্মাহত এবং নিরীহ প্রাণহানিতে দুঃখিত- এ ধরনের কাপুরুষোচিত হামলা পাকিস্তানের শান্তির সংকল্পকে টলাতে পারবে না। এক্সে লিখেছেন পাক প্রধানমন্ত্রী।
শহিদদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন। কয়েক ডজন জঙ্গিকে জাহান্নামে পাঠানো হয়েছে।
এই প্রথমবারের মতো বিএলএ বা বেলুচিস্তান প্রদেশের বিদ্রোহী গোষ্ঠী একটি যাত্রীবাহী ট্রেন ছিনতাই করেছিল, যদিও গত বছর থেকে তারা প্রদেশের বিভিন্ন অংশে নিরাপত্তা বাহিনী, স্থাপত্য এবং বিদেশীদের উপর তাদের আক্রমণ জোরদার করেছে।
অতীতে, এই অঞ্চলের রেলপথগুলি বালুচ জঙ্গিরা রকেট বা দূরবর্তী-নিয়ন্ত্রিত বোমা ব্যবহার করে আক্রমণ করেছে এবং বিএলএ বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে।