বাংলা নিউজ > ঘরে বাইরে > পাকিস্তানের মুদ্রায় রেকর্ড পতন! IMF থেকে টাকা আনতে মরিয়া শরিফ সরকার

পাকিস্তানের মুদ্রায় রেকর্ড পতন! IMF থেকে টাকা আনতে মরিয়া শরিফ সরকার

  • দেশজুড়ে অব্যবস্থায় কার্যত ঘুম উড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। বিদ্যুত বিভ্রাট, বৈদেশিক মুদ্রার ঘাটতি এবং রাজনৈতিক উত্তেজনায় ক্রমেই যেন গভীর সঙ্কটে তলিয়ে যাচ্ছে পাকিস্তান।
1/5 এক লাফে ফের ৪% কমল পাকিস্তানি রুপির দর। রেকর্ড তলানিতে পৌঁছোল সেদেশের  মুদ্রা। টালমাটাল অর্থনীতিকে রক্ষা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে এখনও প্রচেষ্টা  চালিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার। ফাইল ছবি: এএনআই
2/5 ব্লুমবার্গের তথ্যানুযায়ী, এর আগে বৃহস্পতিবার এক ধাক্কায় পাকিস্তানি মুদ্রা ডলারের  প্রেক্ষিতে ৭% হ্রাস পেয়েছিল। এবার সেটা আরও কমে ডলার প্রতি ২৫৯.৭১ পাকিস্তানি  রুপিতে ঠেকেছে।  ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস
3/5 দেশজুড়ে অব্যবস্থায় কার্যত ঘুম উড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের।  বিদ্যুত বিভ্রাট, বৈদেশিক মুদ্রার ঘাটতি এবং রাজনৈতিক উত্তেজনায় ক্রমেই যেন গভীর  সঙ্কটে তলিয়ে যাচ্ছে পাকিস্তান।  ফাইল ছবি: এএফপি
4/5  গত সপ্তাহেই বিভিন্ন সরকারি দফতরের কর্মীদের বেতন ৫-১০% হ্রাস করা হয়েছে।  কোনও কোনও স্থানে বিদ্যুত্, জ্বালানির অভাবেরও রিপোর্ট মিলছে। গত বেশ কয়েক  মাস ধরেই পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই পরিস্থিতি।  ফাইল ছবি: রয়টার্স
5/5  এরই মধ্যে IMF থেকে যেন-তেন প্রকারেণ ঋণ আনতে চাইছে পাকিস্তান সরকার।  জরুরি তহবিল জোগাড়ের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার পুনর্গঠনের সুযোগ  চাইছে পাকিস্তান। ফাইল ছবি: এএফপি

আরও ছবি