বাংলা নিউজ > ঘরে বাইরে > সান্ত্বনা পুরস্কারেই উচ্ছ্বসিত পাকিস্তান, ইসলামিক দেশগুলির বৈঠকে কাশ্মীর ইস্যু নিয়ে হল না আলোচনা

সান্ত্বনা পুরস্কারেই উচ্ছ্বসিত পাকিস্তান, ইসলামিক দেশগুলির বৈঠকে কাশ্মীর ইস্যু নিয়ে হল না আলোচনা

সান্ত্বনা পুরস্কারেই উচ্ছ্বসিত পাকিস্তান, ইসলামিক দেশগুলির বৈঠকে কাশ্মীর ইস্যু নিয়ে হল না আলোচনা। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক মঞ্চ মুখ বাঁচাতে নিদেনপক্ষে একটি প্রস্তাবনা পাশ করার প্রস্তাব দেয় ইসলামাবাদ।

রেজাউল এইচ লস্কর এবং শিশির গুপ্ত

কাশ্মীর ইস্যু নিয়ে কোনও আলোচনা হয়নি। শুধুমাত্র ইসলামিক দেশগুলির সংগঠনের (অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন বা ওআইসি) বিদেশমন্ত্রীদের বৈঠকে একটি প্রস্তাবনা পাশ করা হয়েছে। তাতেই উচ্ছ্বাস ধরে রাখতে পারল না পাকিস্তান। যদিও ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সেই প্রস্তাবনা ‘তথ্যগতভাবে ভুল, ভিত্তিহীন এবং অযাচিত’।

‘হিন্দুস্তান টাইমস’ আগেই জানিয়েছিল, নাইজারের রাজধানী নিয়ামেতে বিদেশমন্ত্রীদের বৈঠকের কর্মসূচিতে কাশ্মীর ইস্যু রাখা হয়নি। অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক মঞ্চ মুখ বাঁচাতে নিদেনপক্ষে একটি প্রস্তাবনা পাশ করার প্রস্তাব দেয় ইসলামাবাদ। শেষপর্যন্ত কাশ্মীর ইস্যু নিয়ে প্রস্তাবনা পাশ হওয়ার বিষয়টিকে নিজেদের 'জয়' হিসেবে তুলে ধরতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। সেদেশের বিদেশ মন্ত্রকের তরফে টুইটারে দাবি করা হয়, নিয়ামের ঘোষণাপত্রে জম্মু ও কাশ্মীরের ‘বিতর্ক’-কে অন্তর্ভুক্ত হওয়ায় আবারও প্রমাণিত হয়েছে যে কাশ্মীর ইস্যুতে ‘লাগাতার সমর্থন করে যাচ্ছে’ ইসলামিক দেশগুলির সংগঠন।

পরে রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বরাবর স্পষ্ট করে দিয়েছি যে জম্মু ও কাশ্মীর-সহ ভারতের পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়গুলিতে ইসলামিক দেশগুলির সংগঠনের হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই। যা ভারতের অবিচ্ছেদ্য এবং অপরিহার্য অংশ।’ পাকিস্তানের নাম না করে সাউথ ব্লকের বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি নির্দিষ্ট দেশের মাধ্যমে যে ওআইসি ব্যবহৃত হচ্ছে, তা দুঃখজনক। যে দেশের ধর্মীয় সহনশীলতা, মৌলবাদ, সংখ্যালঘুদের উপর নিপীড়ন এবং ভারত-বিরোধী প্ররোচনায় দেওয়ার জঘন্য নিদর্শন আছে। ভবিষ্যতে এরকম বিষয়টি তুলে ধরা থেকে বিরত থাকার জন্য আমরা ওআইসিকে পরামর্শ দিচ্ছি। ’

বিষয়টির সঙ্গে অবহিত কূটনীতিবিদরা জানিয়েছেন, পাকিস্তানের জোরাজুরিতে ঘোষণাপত্রে কাশ্মীর ইস্যু রাখা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবনা মোতাবেক জম্মু ও কাশ্মীর বিতর্কের শান্তিপূর্ণ মিটমাটের পক্ষে অবস্থান আছে ওআইসিয়ের।’ তবে নয়াদিল্লির কূটনীতিবিদরা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামিক দেশগুলির সংগঠনের ছাপোষা ঘোষণাপত্রে একেবারেই অবাক নন তাঁরা। বরং পাকিস্তানের লাগাতার চেষ্টা সত্ত্বেও কাশ্মীর ইস্যুতে বৈঠকে কোনও আলোচনা না হওয়ার বিষয়টিকে ভারতের জয় হিসেবেই দেখছেন তাঁরা।

এমনিতেই ৫৬ সদস্যবিশিষ্ট ওআইসির অন্যতম গুরুত্বপূর্ণ দুই সদস্য - সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে পাকিস্তানের সম্পর্কে চোনা পড়েছে। কাশ্মীর ইস্যুতে রিয়াধের অবস্থানের সমালোচনায় করায় ইমরানের সরকারকে ৩০০ কোটি ডলারের ঋণ আগেভাগে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সৌদি আরব। ২০১৮ সালে ইসলামাবাদকে সেই ঋণ দিয়েছিল রিয়াধ।

সেই ধাক্কার পর তুরস্ক এবং মালয়েশিয়ার সঙ্গে ইসলামিক দেশগুলির নয়া জোট গড়ে তুলতে চেয়েছিলেন ইমরান। কিন্তু তাতেও সফল হননি। তারইমধ্যে বুধবার নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে পাকিস্তান, আফিগানিস্তান-সহ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের দাবি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

একদিকে পাকিস্তানের সঙ্গে দু'দেশের সম্পর্ক ধাক্কা খেয়েছে, সেই সময় গত বছর ধরে ক্রমাগত পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উপর জোর দিয়েছে ভারত। তার ফলস্বরূপ ওআইসির বিদেশমন্ত্রীদের প্লেনারি সেশনে ‘গেস্ট অফ ইনার’ হিসেবে ডাকা হয়েছিল তত্কালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। তা নিয়ে ফোঁস করেছিল পাকিস্তান।

ঘরে বাইরে খবর

Latest News

প্রবল তাপপ্রবাহ চলবে বাংলায়! সোম থেকে বৃষ্টি নামবে, কবে কোন কোন জেলায় ঝড় উঠবে? ফিলিপিন্সে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি ১৮ মাসের মেয়েকে খুন করে কবর দিলেন বাবা-মা! তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন, বড় শাস্তি! পাঠানো হল হেডকোয়ার্টারে বিশ্বের ষষ্ঠ মহাসাগর তৈরি হতে পারে! স্থান খুঁজে পেয়ে দাবি বিজ্ঞানীদের এক গ্রাসে ৩৩ সূর্যকে গিলে খাবে! মহাকাশে বিরাট ব্ল্যাক হোল! জানেন এর নাম কি? Akshay Tritiya 2024 date time: অক্ষয় তৃতীয়া কবে পড়ছে? রইল তারিখ, তিথি এক লিটার পেট্রোলের দাম ২৯৩.৯৪ টাকা, চাপে পাকিস্তানের মানুষ কংগ্রেসের প্রচারে অবিকল শাহরুখের মতো দেখতে ইনি কে? চটল BJP

Latest IPL News

লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.