সম্প্রতি ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়েছিল একটি পাকিস্তানি যাত্রীবাহী বিমান। খারাপ আবহাওয়ার কারণেই ভারতীয় আকাশসীমায় বিমানটি ঢুকে পড়েছিল বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে গত ৪ মে। ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ার পর প্রায় ১০ মিনিট সেটি সেখানেই ঘুরঘুর করেছিল বলে জানা গিয়েছে। এই সময়কালে ভারতীয় বায়ুসেনাকে সতর্ক করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, গত ৪ মে পাকিস্তানি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ১৬ বছর পুরোনো বোয়িং ৭৭৭ ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়েছিল। লাহোরে অবতরণ করতে না পেরে ট্রাফিক কন্ট্রোলের নির্দেশেই সেই বিমানটি ঘুরে ফের পাকিস্তানে প্রবেশ করে। সেই সময় সেটি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল। রাতের অন্ধকারে পঞ্জাবের বেশ কিছু জায়গার ওপর দিয়ে উড়ে গিয়েছিল বিমানটি।
জানা গিয়েছে, পিকে-২৪৮ উড়ানটি ওমানের মাসকাট থেকে টেকঅফ করেছিল লাহোরের উদ্দেশে। তবে অবতরণের সময় লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরের আবহাওয়া খারাপ ছিল। এই আবহে বিমানটি অবতরণ করতে পারছিল না। এই আবহে দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল বিষয়টি নিয়ে অবগত হয়। লাহোরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয়ে বিমানটির যাত্রাপথ নিয়ন্ত্রণ করে দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল। তবে এই গোটা প্রক্রিয়া চলাকালীন ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছিল। গোটা পরিস্থিতির ওপর কড়া নজর ছিল বায়ুসেনার।
'ফ্লাই রাডার ২৪' অনুযায়ী, পাকিস্তানি বিমানটি ভারতের পঞ্জাব রাজ্যের ভিখউইন্দ শহরের উত্তরে গিয়ে পৌঁছায় ৪ মে রাত ৮টা ৪২ মিনিটে। এরপর সেটি তরণ তরণের ওপর দিয়ে উড়ে যায়। পরে পাকিস্তানের দিকে যেতে দক্ষিণপশ্চিম দিকে মোড় নেয় বিমানটি। এরপর সেই বিমানটিকে মুলতানের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এই গোটা সময় বায়ুসেনা নজরদারি চালালেও কোনও যুদ্ধবিমানকে আকাশে ওড়ানো হয়নি। প্রসঙ্গত, পাকিস্তানি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের অনেক উড়ানেরই ভারতের আকাশসীমায় ঢোকার অধিকার নেই। তবে আবহাওয়ার কারণে লাহোরগামী অনেক বিমানই ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে। সেই ক্ষেত্রে দিল্লি এবং লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোল পারস্পরিক সমন্বয়ে পরিস্থিতি সামাল দেয়।