ফের ভারত-পাক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা। দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীকে খতম করলেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। সোমবার গভীর রাতে রাজস্থানের বারমের জেলায় ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, অনুপ্রবেশের সময় বিএসএফ কর্মীদের গুলিতে দুই পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হয়। মঙ্গলবার বিএসএফের একজন সিনিয়র কর্মকর্তা এই বিষয়ে জানান সংবাদমাধ্যমকে। বিএসএফ-এর মহাপরিদর্শক রবি গান্ধী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান যে উভয় অনুপ্রবেশকারী মাদক চোরাচালানকারী ছিল। ভারতীয় সহযোগীদের কাছে মাদক সরবরাহ করার চেষ্টা করছিল সেই দুই পাক নাগরিক। তাদের কাছ থেকে তিন কেজি ওজনের তিনটি প্যাকেট উদ্ধার করা হয়েছে। তাতে হেরোইন ছিল বলে জানা গিয়েছে।
কর্মকর্তার মতে, বারমেরের গাদারা থানার অন্তর্গত মুনাবাও সীমান্তের কাছে থেকে আন্তর্জাতিক সীমান্ত পার করার চেষ্টা করছিল দুই পাক নাগরিক। খবর পেয়ে বিএসএফ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিএসএফ কর্মকর্তারা জানান, দুই অনুপ্রবেশকারী প্রথমে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে। এদিকে সীমান্ত থেকে ১৫০ মিটার ভিতরে ভারতীয় ভূখণ্ডে আরও একটি বেড়া আছে সেই এলাকায়। সেই বেড়াটিও অতিক্রম করে দুই অনুপ্রবেশকারী। তারা যখন ভারতীয় ভূখণ্ডে থাকা বেড়া পার করছিল, সেই সময় বিএসএফ সদস্যরা তাদের সতর্ক করে। তবে তারা বিএসএফ-এর সেই সতর্কবার্তা উপেক্ষা করে। পরে বিএসএফ কর্মীরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পরে সেই দুই অনুপ্রবেশকারীর দেহের খোঁজে তল্লাশি শুরু করে বিএসএফ। আন্তর্জাতিক সীমান্তের কাছে দুটি মৃতদেহ খুঁজে পান নিরাপত্তারক্ষীরা। সেই অনুপ্রবেশকারীদের কাছে তিনটি প্যাকেট ছিল। তাতে মাদক ছিল। সন্দেহ করা হচ্ছে দু'জনেই পাকিস্তানি। ভারতীয় সহযোগীদের কাছে সেই মাদক সরবরাহের চেষ্টা করছিল তারা। তবে এই ঘটনায় আরও গভীরে গিয়ে তদন্ত করা হচ্ছে। এদিকে কর্মকর্তারা বলেছেন যে শীঘ্রই পাকিস্তানি রেঞ্জারদের সাথে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পাক রেঞ্জারদের সামনে সীমান্তে অনুপ্রবেশের বিষয়টি উত্থাপন করা হবে।