ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের বিনিয়োগের জন্য বাধ্যতামূলক হল প্যান এবং আধার নম্বর। অর্থাৎ পোস্ট অফিসের বিভিন্ন সেভিংস স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম-সহ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের জন্য বাধ্যতামূলকভাবে প্যান এবং আধার কার্ড লাগবে।
আধার কার্ড বাধ্যতামূলক
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পোস্ট অফিসে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের জন্য বাধ্যতামূলকভাবে প্যান এবং আধার নম্বর জমা দিতে হবে। যদি কারও কাছে আধার নম্বর না থাকে, তাহলে তাঁর নথিভুক্তিকরণ স্লিপ (এনরোলমেন্ট স্লিপ) লাগবে। তার ভিত্তিতে অ্যাকাউন্ট খোলা হবে। কিন্তু ছয় মাসের মধ্যে আধার নম্বর জমা না দিলে ওই প্রকল্প ‘ফ্রিজ’ করে দেওয়া হবে। আধার নম্বর জমা দিলে তবেই ফের সেই অ্যাকাউন্ট চালু হবে বলে জানানো হয়েছে।
প্যান কার্ড বাধ্যতামূলক
কোনও প্রকল্প চালু করার সময় বাধ্যতামূলকভাবে প্যান কার্ড জমা দিতে হবে। যদি অ্যাকাউন্ট খোলার সময় প্যান কার্ড না দেওয়া হয়, তাহলে দু'মাসের মধ্যে সেই কাজটা করতে হবে বিনিয়োগকারীদের। দু'মাসের মধ্যে প্যান কার্ড জমা না দিলে ওই অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়া হবে। প্যান কার্ড জমা দিলে আবার চালু হবে অ্যাকাউন্ট। তবে কয়েকটি ক্ষেত্রে সেই দু'মাসের সীমা কার্যকর হবে না। কোন কোন ক্ষেত্রে কার্যকর হবে না, তা জেনে নিন -
১) যে কোনও সময় অ্যাকাউন্টের অর্থের পরিমাণ যদি ৫০,০০০ টাকার গণ্ডি পেরিয়ে যায়,
অথবা
২) কোনও অর্থবর্ষে যতবার ওই অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হয়েছে, সেটা সার্বিকভাবে যদি ১ লাখ টাকা ছাপিয়ে যায়,
অথবা
৩) কোনও মাসে যদি ওই অ্যাকাউন্ট থেকে ১০,০০০ টাকার বেশি তোলা হয়, তাহলে সেই সময় বাধ্যতামূলকভাবে প্যান কার্ড জমা দিতে হবে। সেটা অ্যাকাউন্ট খোলার দু'মাসের আগে বাধ্যতামূলকভাবে প্যান কার্ড জমা দিতে হবে বিনিয়োগকারীদের।
এতদিন পোস্ট অফিসে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের জন্য প্যান কার্ড বা আধার কার্ড জমা না দিলেও হত। পরিবর্তে সংশ্লিষ্ট বিনিয়োগকারী জল, বিদ্যুৎ, টেলিফোনের বিলের মতো কোনও বৈধ নথি জমা দিতে পারতেন (দু'মাসের বেশি পুরনো নয়)। কিন্তু এবার থেকে সেই সুযোগ আর মিলবে না। বাধ্যতামূলকভাবে প্যান কার্ড এবং আধার কার্ড জমা দিতে হবে। তাহলে এবার থেকে পোস্ট অফিসে বিনিয়োগের সময় কী কী নথি লাগবে, তা দেখে নিন -
- প্যান কার্ড।
- আধার কার্ড বা আধারের এনরোলমেন্ট স্লিপ।
- পাসপোর্ট সাইজ ফোটো।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)