বাংলা নিউজ > ঘরে বাইরে > প্যান কার্ডে নাম ও জন্মতারিখ ভুল আছে? কীভাবে অনলাইনেই ঠিক করবেন? কত টাকা লাগবে?

প্যান কার্ডে নাম ও জন্মতারিখ ভুল আছে? কীভাবে অনলাইনেই ঠিক করবেন? কত টাকা লাগবে?

প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। আয়করের ক্ষেত্রে সেই নথির গুরুত্ব তো আরও বেশি।

প্যান কার্ড সংশোধনের জন্য কত টাকা লাগবে?

প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। আয়করের ক্ষেত্রে সেই নথির গুরুত্ব তো আরও বেশি। সেই পরিস্থিতিতে প্যান কার্ডে সঠিক নাম এবং জন্মতারিখ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় দেখা যায় যে প্যানকার্ডে ভুল থেকে গিয়েছে নামের বানানে। জন্মতারিখও ভুল থাকে। বাড়িতে বসেই অনলাইনে 

কীভাবে প্যান কার্ডে নাম এবং জন্মতারিখের ভুল ঠিক করতে হবে?

১) ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের (এনএসডিএল) অফিসিয়াল ওয়েবসাইট www.onlineservices.nsdl.com-তে যান।

২) তারপর লগইন করুন।

৩) বাঁ হাতে উপরের দিকে 'Application Type' সেকশনে যান।

৪) ড্রপ ডাউন থেকে 'Changes or Correction in existing PAN Data / Reprint of PAN Card' সিলেক্ট করুন।

৫) নিজের প্যান কার্ডের ক্যাটেগরি বেছে নিন।

৬) অ্যাপ্লিকেশন মেনুতে যান।

৭) নিজের নাম, জন্মতারিখ, ইমেল আইডি, মোবাইল নম্বর এবং বর্তমান প্যান নম্বর দিন।

৮) ক্যাপটা লিখুন।

৯) 'Submit'-এ ক্লিক করুন।

সেই ফর্ম জমা দেওয়ার পর পেমেনটাকা জমা করার অপশন দেবে। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করে সেই চার্জ দিতে হবে। 

টাকা দেওয়ার পর কী করতে হবে?

১) টাকা দেওয়ার পর একটি রেফারেন্স নম্বর এবং ট্রানজাকশন নম্বর পাবেন। 

২) দুটো ‘Save’ করুন। তারপর 'Continue' করুন।

৩)  'Aadhaar card'-এর নীচে 'Authenticate' অপশনে ক্লিক করুন।

৪) 'Continue e-sign'-তে ক্লিক করুন। 

৫) ‘OTP’ জেনারেট করতে হবে। 

৬) আপনার আধার কার্ডে যে ফোন নম্বর নথিভুক্ত আছে, তাতে ‘OTP’ আসবে। 

৭) ‘OTP’ সাবমিট করতে হবে। তারপর একটি নয়া পেজ খুলে যাবে।

৮) নয়া পেজে পিডিএফ ফর্ম্যাটে উপভোক্তার ফর্ম খুলে যাবে।

৯) সেই ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নিন। তারপর NSDL e-Gov office (Building-1, 409-410, 4th Floor, Barakhamba Road, New Delhi, PIN: 110001)-তে পাঠিয়ে দিন। আধার কার্ড-সহ অন্যান্য ‘KYC’ নথি পাঠিয়ে দিন।

প্যান কার্ড সংশোধনের জন্য কত টাকা লাগবে? 

বিনামূল্যে প্যান কার্ডের নাম এবং জন্মতারিখ সংশোধন করা যাবে না। ৯৬ টাকা দিতে হবে (৮৫ টাকা আবেদন বাবদ চার্জ এবং ১২.৩৬ শতাংশ পরিষেবা কর)। 

ঘরে বাইরে খবর

Latest News

'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.