বাংলা নিউজ > ঘরে বাইরে > LPG gas in Pune-Howrah Azad Hind express:এলপিজি গ্যাস ব্যবহার করেই এক্সপ্রেস ট্রেনে রান্না! ধৃত প্যান্ট্রি কার ম্যানেজার

LPG gas in Pune-Howrah Azad Hind express:এলপিজি গ্যাস ব্যবহার করেই এক্সপ্রেস ট্রেনে রান্না! ধৃত প্যান্ট্রি কার ম্যানেজার

পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেসে এলপিজি গ্যাস ব্যবহার করার অভিযোগ। প্রতীকী ছবি

বিষয়টি প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)। ইতিমধ্যেই রেলের সমস্ত শাখাকে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মেল বা এক্সপ্রেস ট্রেনের সমস্ত প্যান্ট্রি কারগুলিতে রান্নার জন্য এলপিজি সিলিন্ডারের ব্যবহার বন্ধ করতে বলেছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে মেল এবং এক্সপ্রেস ট্রেনের প্যান্ট্রি কার গুলিতে রান্নার জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবহার বন্ধ করেছে রেল। সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই পুনে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেসের প্যান্ট্রিকারে এলপিজি গ্যাস ব্যবহার করেই চলছিল রান্নাবান্না। সেই খবর পেয়েই প্যান্ট্রি কার ম্যানেজারকে গ্রেফতার করল আরপিএফ। ওই এক্সপ্রেসে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্নার খবর পায় আরপিএফ। এরপর শুক্রবার ওই ম্যানেজারকে গ্রেফতার করে।

রেল সূত্রে জানা গিয়েছে, ওই প্যান্ট্রিকার ম্যানেজার মধ্যপ্রদেশের বাসিন্দা। ভারতীয় রেলের নিয়ম লঙ্ঘন করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় রেলওয়ে আইনের একাধিক ধারায় মামলার রুজু করেছে আরপিএফ। নাগপুরের এক আরপিএফ আধিকারিক শনিবার জানিয়েছেন, ‘ম্যানেজারকে রেলওয়ে আইনে গ্রেফতার করা হয়েছে। আরপিএফ তাঁর কাছ থেকে দুটি এলপিজি সিলিন্ডারও বাজেয়াপ্ত করেছে। শুক্রবার রেলওয়ে প্রোটেকশন ফোর্সের একটি দল দেখতে পায় যে প্যান্ট্রি কারে এলপিজি সিলিন্ডার ব্যবহার করে খাবার রান্না করা হচ্ছে। তারপরেই এই পদক্ষেপ।’

বিষয়টি প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)। ইতিমধ্যেই রেলের সমস্ত শাখাকে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মেল বা এক্সপ্রেস ট্রেনের সমস্ত প্যান্ট্রি কারগুলিতে রান্নার জন্য এলপিজি সিলিন্ডারের ব্যবহার বন্ধ করতে বলেছে। পাশাপাশি প্রত্যেক দূরপাল্লার ট্রেনের প্যান্ট্রিকার কর্তৃপক্ষকেও সতর্ক করেছে আইআরসিটিসি। উল্লেখ্য, চলন্ত ট্রেনে দুর্ঘটনায় রুখতে ইতিমধ্যেই ধূমপান এবং গ্যাস সিলিন্ডার বা বিস্ফোরক পদার্থ বহন করা নিষিদ্ধ। প্যান্ট্রিকারে গ্যাস সিলিন্ডার ব্যবহারের ফলে ভারতে অগ্নিকাণ্ডের মতো সেভাবে বড় কোনও ঘটনা না ঘটলেও বছর তিনেক আগে পাকিস্তানে একটি এক্সপ্রেসের প্যান্ট্রিকারে রান্নার গ্যাস ব্যবহারের ফলে বড়সর দুর্ঘটনা ঘটেছিল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন