সোমবার সরকার ও বিরোধী দল মোটামুটি একটা সিদ্ধান্তে এল যে সংসদীয় অচলাবস্থা কাটিয়ে তোলা হবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আশা প্রকাশ করেছেন যে মঙ্গলবার থেকে লোকসভা ও রাজ্যসভা যথাযথভাবে কাজ করবে।
বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা হাজির ছিলেন এই মিটিংয়ে। সেখানে টিডিপি, কংগ্রেস, ডিএমকে, এনসিপি, এসপি, জেডিইউ, আরজেডি, টিএমসি, শিবসেনা, সিপিএমের নেতারা হাজির ছিলেন।
কিরেন রিজিজু জানিয়েছেন, স্পিকারের সঙ্গে একটা সর্বদলীয় মিটিং এদিন হয়েছিল। এদিকে কিছুদিন ধরেই সংসদে কিছুটা অচলাবস্থা তৈরি হয়েছিল। অনেকেই এনিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। আমরাও দেখছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁদের মতামত জানানোর জন্য পার্লামেন্টে আসেন। কিছুদিন ধরে সংসদে অচলাবস্থা থাকাটা ঠিক নয়। সকলেই বিষয়টি মেনে নিয়েছেন।
সংবাদ মাধ্যমকে কিরেন রিজিজু জানিয়েছেন, আগামী ১৩ই ডিসেম্বর ১৪ই ডিসেম্বর লোকসভা সংবিধান নিয়ে একটা আলোচনাসভার ডাক দিয়েছে। ১৬ ও ১৭ ডিসেম্বর রাজ্যসভাতেও আলোচনা হবে।
কিরেন রিজিজু জানিয়েছেন, লোকসভায় প্রথম এই আলোচনা হবে। সকলেই বিষয়টি মেনে নিয়েছেন। স্পিকারও বলেছেন যদি কেউ কোনও বিষয় তুলে ধরতে চান তবে সেখানে একটা নিয়ম থাকা দরকার। আপনারা একটা নোটিস জমা করতে পারেন। কিন্তু সংসদে হুজ্জুতি করাটা আর স্বাভাবিক কাজে বাধা দেওয়াটা ভালো দেখায় না। সকলেই বিষয়টি মেনে নিয়েছেন। তিনি জানিয়েছেন, কাল থেকে ফের সংসদ স্বাভাবিকভাবেই চলবে। এদিকে বিরোধীরা সংবিধান সংক্রান্ত বিষয়ে আলোচনার দাবি তুলেছিলেন।