বাংলা নিউজ > ঘরে বাইরে > Parliament: সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সর্বদলীয় মিটিং ডাকল সরকার

Parliament: সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সর্বদলীয় মিটিং ডাকল সরকার

সংসদ ভবন (Photo by Raj K Raj/ Hindustan Times) 

গুজরাট ও হিমাচল প্রদেশের ভোটের ফলাফল বের হওয়ার একদিন আগেই লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হবে।

সামনেই পার্লামেন্টের শীতকালীন অধিবেশন। তার আগে সর্বদলীয় বৈঠক ডাকল সরকার। মঙ্গলবার এই মিটিং ডাকা হয়েছে। মূলত শীতকালীন অধিবেশনে কী ধরনের আলোচনা করা হবে সেগুলি ঠিক করতেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। নানা গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনা করা হবে অধিবেশনে। তার আগেই এই বৈঠক। প্রসঙ্গত আগামী ৭ ডিসেম্বর পার্লামেন্টে শীতকালীন অধিবেশন শুরু হবে।

এদিকে স্পিকার ওম বিড়লা মঙ্গলবার সন্ধ্যায় আলাদা করে বিজনেস অ্যাডভাইসরি কমিটির সঙ্গে বৈঠকে বসবেন। সেশনের আগেই এই বৈঠক হবে। তবে এক্ষেত্রে সর্বদলীয় মিটিং না ডেকে তিনি BAC'র ডাক দিয়েছেন।

বিএসসিতে হাউজের আলোচনার নানা প্রস্তাব নিয়ে কথাবার্তা হবে। পাশাপাশি নানা ইস্যু নিয়েও আলোচনা হবে এই বিএসি মিটিংয়ে।

এদিকে গত সপ্তাহে সরকারের তরফে অন্তত ১৬টি নতুন বিলকে তালিকাভুক্ত করা হয়েছে। সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে লোকসভার শীতকালীন অধিবেশনে।

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সম্প্রতি ফ্লোর লিডারদের কাছে এই সর্বদলীয় মিটিংয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিটিংয়ে উপস্থিত থাকতে পারেন।

এদিকে গুজরাট ও হিমাচল প্রদেশের ভোটের ফলাফল বের হওয়ার একদিন আগেই লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হবে।

অন্যদিকে সংসদের দুটি কক্ষের কাজ যাতে যথাযথ ভাবে চালনা করা যায় সেব্য়াপারে সহযোগিতা চেয়ে সব দলের কাছে সরকারের তরফে আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত আগামী ৭ ডিসেম্বর থেকে পার্লামেন্টে শীতকালীন অধিবেশন শুরু হবে। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত এই অধিবেশন চলবে। ২৩ দিন ধরে এই সেশন চলবে।

 

ঘরে বাইরে খবর

Latest News

ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.