বাংলাকে বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ বারবার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ‘সমগ্র শিক্ষা অভিযান’ প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ অর্থের অঙ্ক কমানো এবং ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ প্রকল্পতে বাংলার ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে তুললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষা এবং কৃষি নিয়ে লিখিত প্রশ্নের জবাবে সংসদে যে পরিসংখ্যান পেশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী ও কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী ভাগীরথ চৌধুরী সেখানে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ আরও জোরালো হল।
তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার শুরু থেকে চলতি অর্থবর্ষ পর্যন্ত রাজ্যভিত্তিক কৃষক অন্তর্ভুক্তির সংখ্যা কত? নির্দিষ্ট ফসলের জন্য প্রত্যেক বছর ও রাজ্যভিত্তিক কৃষকদের থেকে সংগৃহীত প্রিমিয়ামের পরিমাণই বা কত? এই প্রকল্পের আওতায় থাকা বিমা সংস্থাগুলির কাজ পর্যবেক্ষণের জন্য নিয়ন্ত্রক কাঠামোর ভূমিকা কী? কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সামনে এমন একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখিতভাবে তুলে ধরেন সাংসদ অভিষেক। যার জবাবে নির্দিষ্ট তালিকা পেশ করে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর স্বীকারোক্তি, ২০১৯–২০ থেকে ২০২৩–২৪ অর্থবর্ষ পর্যন্ত বাংলা থেকে এই প্রকল্পে কৃষক অন্তর্ভুক্তির সংখ্যা শূন্য। কৃষকদের দাবি নিষ্পত্তির ক্ষেত্রেও ২০১৯–২০ থেকে ২০২৩–২৪ অর্থবর্ষ পর্যন্ত বাংলার ক্ষেত্রে এই প্রকল্পে উল্লেখযোগ্য কিছু নেই।
আরও পড়ুন: কলকাতা দেশের মধ্যে সবচেয়ে বিজ্ঞানমনস্ক শহর, স্বীকৃতি পেতেই সুখবর পোস্ট ব্রাত্য বসুর
আবার কেন্দ্রীয় সরকারের পেশ করা ‘সমগ্র শিক্ষা অভিযান’ নিয়ে পরিসংখ্যানেও কেন্দ্রীয় বঞ্চনার প্রমাণ মিলেছে বাংলার ক্ষেত্রে। এই প্রকল্পে ২০২৩–২৪ অর্থবর্ষে বাংলার জন্য বরাদ্দ হয়েছে ১৭৬৭.৪৮ কোটি টাকা। তার আগের অর্থবর্ষে বাংলার জন্য বরাদ্দ ছিল ১৭৭৩.৩৮ কোটি টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে এই তথ্যই দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কোন কারণে বরাদ্দ টাকা কমানো হচ্ছে? কেন এই প্রকল্পের বরাদ্দ টাকা বাংলা পাচ্ছে না? লোকসভায় লিখিত প্রশ্ন রেখেছিলেন সাংসদ। তাঁর কৃষি–শিক্ষা এই দুই বিষয়ের প্রশ্নেরই কোনও সদুত্তর দিতে পারেননি এনডিএ সরকারের মন্ত্রীরা।
একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল কেন্দ্রীয় অর্থ কমিশনের প্রতিনিধিদলের সামনে কেন্দ্রীয় বঞ্চনার হিসেব তুলে ধরেছিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির জমিদারদের বারবার নির্বাচনে প্রত্যাখ্যান করেছে বাংলার জনগণ। আর স্কুলগুলির নামের পাশে ‘প্রধানমন্ত্রী’ যোগ করতে অস্বীকার করেছে বাংলা। তাই কেন্দ্রীয় বঞ্চনা। অভিষেকের কথায়, ‘ব্যক্তি বিশেষ মিথ্যে বললেও তথ্য পরিসংখ্যান কখনও মিথ্যে বলে না।’ তারই প্রমাণ মিলেছে সংসদে, দাবি তৃণমূল সূত্রের।