আর কয়েকদিন পরই দেশ পালন করতে চলেছে স্বাধীনতা দিবস। ১৫ অগস্টের আগে দেশ জুড়ে কড়া নিরাপত্তা। প্রতিটি বিমানবন্দরেও রয়েছে বাড়তি আটোসাঁটো নিরাপত্তা বেষ্টনী। এরই মাঝে কোচি বিমানবন্দরে রবিবার গ্রেফতার করা হল এক যাত্রীকে। ‘ব্যাগে বোমা’ মন্তব্যের জেরে তাঁকে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয়।
কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতর 'এক্স রে ব্যাগেজ' ঘিরে নজরদারি চলছিল সিআইএসএফ-এর আওতায়। সেই চেক পয়েন্টে এক যাত্রী মন্তব্য করেন, ‘আমার ব্যাগে কি বোমা আছে?’ এই ‘অ্যালার্মিং’ মন্তব্য ঘিরেই সতর্ক হয়ে যান বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। এরপরই ৪২ বছর বয়সী মনোজ কুমারকে গ্রেফতার করা হয়। তিনি কোচি থেকে মুম্বই যাচ্ছিলেন বলে খবর।
এয়ার ইন্ডিয়ার বিমানে কোচি থেকে মুম্বই যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেখানেই সিকিউরিটি চেক চলছিল। অভিযোগ, ওই চেক পয়েন্টে অভিযুক্ত মনোজ কুমার এক সিআইএসএফ কর্মীকে মশকরার সুরে জিজ্ঞাসা করেন, ‘আমার ব্যাগে কি বোমা আছে?’ তাঁর মন্তব্যে তৎক্ষণাৎ সতর্কতা অবলম্বন করে বিমানবন্দরের নিরাপত্তায় থাকা কর্মীরা। কোচি বিমানবন্দরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ বিবৃতিটি তাৎক্ষণিক উদ্বেগ সৃষ্টি করেছে এবং বিমানবন্দরের নিরাপত্তা দলকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।’ এরপর, কাল বিলম্ব না করে কর্তৃপক্ষ ডেকে পাঠায় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তারা সেখানে পৌঁছতেই যাত্রীর কেবিন ব্যাগেজ ও চেক ইন ব্যাগেজে নজরদারি করে। তল্লাশি চালাতে থাকে তাঁর দুই ব্যাগেই। তবে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রয়োজনীয় চেক সম্পন্ন করার পরে, কর্তৃপক্ষের মতে, কুমারকে আরও তদন্তের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।