ভারত আর দিল্লি সম্পর্কে এক যাত্রী খারাপ কথা বলছিলেন। তার জেরে তাকে মাঝপথেই গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন ক্য়াব চালক। কিন্তু সেই রাতে ঠিক কী হয়েছিল?
ক্যাব চালক গৌরব শর্মা কার্যত ভাইরাল হয়ে যান সোশ্য়াল মিডিয়ায়। তিনি একটি ইউটিউব চ্য়ানেলে তাঁর বক্তব্য়ে জানিয়েছেন, পাকিস্তানের প্রশংসা করছিলেন ওই যাত্রী। ভারতকে তিনি টাইম বোম্ব হিসাবে উল্লেখ করেছিলেন। সেকথা শুনেই ওই যাত্রীকে মাঝপথেই নামিয়ে দেন তিনি। তবে গৌরবও সেই সময় কিছু অশালীন শব্দ ব্যবহার করেছিলেন। তার জেরে তিনি ক্ষমা চেয়ে নেন।
একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই ঘটনা হয়েছিল ৯ অগস্ট। তিনি একটি অ্য়াপ ভিত্তিক ক্য়াব চালাচ্ছিলেন। তিনি রাত ১২টা নাগাদ গ্রেটার কৈলাশ এলাকা থেকে দুই যাত্রীকে তোলেন। সেই সময় দুজনের হাতেই সিগারেট ও পানীয় ছিল। গৌরবের মতে, ছেলেটি তার পাশে বসা মেয়েটিকে বলেন, আমি দিল্লিতে জন্মেছি কিন্তু আমার পরিবার থাকে পাকিস্তানে। আমি দিল্লিতে থাকতে ভয় পাই। দিল্লিতে ভালো মানুষরা থাকেন না। তারা খুব খারাপ মানুষ। এরপরই গৌরব তাঁর এই কথার প্রতিবাদ করেন। তখনই তাঁকে বলা হয় ভারতের লোকজনই এমন।
ক্যাব চালক বলেন তিনি কেন রেগে গিয়েছিলেন সেটা বলা হয়নি ভিডিয়োতে। গৌরব বলেন, ওই মেয়েটি বলছিলেন দিল্লির মানুষজন খুব স্বার্থপর। ভারত সময় গুনছে। কখন যে ফেটে যাবে। এরপরই চালক রেগে যান। তিনি তাঁদের দুজনকে গাড়ি থেকে নামিয়ে দেন। চালক বলেন, ওই ছেলেটি ক্রমাগত পাকিস্তানের প্রশংসা করছিলেন। ক্যাব চালক বলেন, আমি পুলিশ কন্ট্রোল রুমেও ফোন করেছিলাম। কিন্তু ওরা অটো ধরে চলে যান। যখন তিনি রাগে চিৎকার করা শুরু করেন তখন কিছু কথা তিনি বলে ফেলেছিলেন। সেজন্য তিনি দুঃখিত।
এদিকে যে যাত্রী ওই চালকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনিও ইনস্টাগ্রামে সবটা বলেছেন। তিনি লিখেছেন এই ঘটনার পর থেকে তাঁকে যা তা বলা হচ্ছে। পরে তিনি অ্যাকাউন্ট ডি অ্য়াক্টিভেট করে দেন। আসলে সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল যেখানে ক্য়াব চালক ও দুজন যাত্রীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল।