বিমানের ভিতরে মাস্কের মতো কোভিড সতর্কতা মানতেই হবে। কোনও যাত্রী যদি অস্বীকার করেন, তবে তাঁদের 'অবাধ্য'(Unruly) হিসাবে ধরবে ডিজিসিএ। বিমান থেকেই নামিয়ে দেওয়া হবে তাঁদের। স্পষ্ট জানিয়ে দিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)।
DGCA জানিয়েছে যে, শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে মাস্ক খোলার অনুমতি দেওয়া হবে। ডিজিসিএ আরও জানিয়েছে যে, বিমানবন্দরের সিআইএসএফ কর্মীরা নিয়মগুলি কার্যকর করার দায়িত্বে থাকবেন।
বিমানযাত্রার সম্পূর্ণ সময়টাই মাস্ক পরে থাকতে বাধ্য বিমানযাত্রীরা।
এ বিষয়ে এয়ারলাইনগুলিকেও নির্দেশ দিয়েছে DGCA। যাত্রীরা যেন তাদের ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, কল সেন্টার, বিমানবন্দরের ডিসপ্লে, বিমানবন্দরের সহায়তা বুথ থেকেই এ বিষয়ে বারবার অবহিত হন, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
বিমান সংস্থাগুলিকে ভ্রমণের সময় কোভিডের উপযুক্ত সতর্কতা, যেমন হাতের স্বাস্থ্যবিধি, মাস্ক পরা ইত্যাদি অনুসরণ করার প্রয়োজনীয়তার বিষয়ে যাত্রীদের সচেতন করার জন্য নিয়মিত ঘোষণা করতে বলেছে DGCA।
এয়ারলাইন অতিরিক্ত মাস্কেরও ব্যবস্থা করবে। প্রয়োজনে তা যাত্রীদের সরবরাহ করবে।
দিল্লি হাইকোর্টের এক সাম্প্রতিক আদেশের ভিত্তিতে এই পদক্ষেপ। আদালত জানিয়েছিল যে, বিমানবন্দরে এবং বিমানের ভিতরে কোভিড সুরক্ষা বিধি লঙ্ঘনকারী যাত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।