বিদেশে যাওয়ার অন্যতম ছাড়পত্র পাসপোর্ট। Passport Ranking 2022 অনুসারে এবার দেখে নেওয়া যাক কোন দেশ পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছে। কারাই রয়েছে সবার শেষে। কোন পাসপোর্টের গ্রহণযোগ্যতা গোটা বিশ্বে সবথেকে উঁচুতে রয়েছে। কাদের পাসপোর্ট সবথেকে দুর্বল। প্রতি বছর লন্ডনের ইমিগ্রেশন কনসালটেন্সি হেনলে পাসপোর্ট ইনডেক্স ২০২২ বিশ্বের শক্তিশালী ও দুর্বলতম পাসপোর্ট Ranking প্রকাশ করে। এবারও প্রকাশিত হল সেই তালিকা। Passport Ranking অনুসারে এটা বোঝা যায় ভিসা ছাড়াই কোনও ব্যক্তি কতগুলি দেশে ঢুকতে পারবেন।এক্ষেত্রে সেই দেশের অর্থনৈতিক সহ অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে বিষয়টি নির্ধারিত হয়।
এক্ষেত্রে দেখা যাচ্ছে ২০২২ সালে আফগানিস্তানের পাসপোর্ট সবথেকে পেছনে থাকা পাসপোর্টের মধ্যে অন্যতম। আর পাকিস্তানের পাসপোর্ট রয়েছে ১০৯ তম স্থানে।
হেনলি ভারতের পাসপোর্টকে রেখেছে ৮৭তম স্থানে।এদিকে দেখা যাচ্ছে ভারতের পাসপোর্ট থাকলে বিশ্বের অন্তত ৬০টি দেশে প্রবেশের ক্ষেত্রে ভিসার দরকার নেই।
দেখা যাচ্ছে জাপানের পাসপোর্ট বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্ট। এই পাসপোর্ট থাকলে বিশ্বের ১৯৩টি দেশে প্রবেশের ক্ষেত্রে কোনও ভিসার দরকার নেই।
এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। জার্মানি আর ফিনল্যান্ডও রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছে ফিনল্যান্ড, ইতালি। লুক্সেমবার্গ রয়েছে পঞ্চম স্থানে।
বিশ্বের সবথেকে দুর্বলতম পাসপোর্ট হল আফগানিস্তানের। পাকিস্তান তার থেকে কিছুটা উঁচুতে রয়েছে। সিরিয়া আর কুয়েত রয়েছে ১১০ ও ১১১ তম স্থানে।
বিদেশে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। বিদেশে গেলে এই পাসপোর্টই তাঁর পরিচয় প্রদান করে। এই পাসপোর্ট দেখিয়েই তিনি তাঁর দেশের নাম উল্লেখ করতে পারেন। পাসপোর্ট না থাকলে তাঁকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে উল্লেখ করা হতে পারে।