বেশরম রংয়ে এবার অন্য রঙের ছোঁয়া। অভিযোগ উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের ছবিকে দীপিকা পাড়ুকোনের মুখে বসিয়ে তা সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল বলে অভিযোগ। আর তার জেরেই এবার কড়া ব্য়বস্থা নিচ্ছে পুলিশ। এনিয়ে এক টুইটার ব্যবহারকারীর বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। গোটা ঘটনায় রাজনৈতিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বেশরম সংকে ঘিরে ইতিমধ্যে গোটা দেশজুড়েই নানা চর্চা। গেরুয়ার ছোঁয়া দীপিকার বেশভূষায়। আর সেই দীপিকার মুখেই বিকৃতভাবে উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথে মুখ বসিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনা নজরে আসতেই তদন্তে নামে পুলিশ। সাইবার ক্রাইমের পক্ষ থেকেও এনিয়ে খোঁজখবর করা শুরু হয়। ডিজিপি হেডকোয়ার্টারের সাইবার টিম এনিয়ে তদন্ত শুরু করেছে। একাধিক বিজেপি নেতা এই ঘটনায় জড়িতদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন।
শাহরুখের পাঠান যেন প্রথম থেকে বিতর্কের আঁতুরঘর। একের পরে এক বিতর্ক। এবার খোদ দীপিকার মুখেই বিকৃতভাবে উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথে মুখ বসিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। একাধিক বিজেপি নেতার দাবি কেউ কীভাবে এত নীচুস্তরে নামতে পারে। এটা কোনওভাবেই মানা যায় না।
অপর এক বিজেপি নেতা লিখেছন, অত্য়ন্ত আপত্তিকর ছবি। খোদ মুখ্যমন্ত্রীর ছবিকে এভাবে বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে। অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে।
এদিকে বেশরম রঙকে ঘিরে প্রথম থেকেই বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে নানা তির্যক উক্তি। গানে যেভাবে গেরুয়া পোশাক ব্যবহার করা হয়েছে তা নিয়েও আপত্তি তুলেছেন বিজেপি নেতৃত্ব। মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী নরোত্তম মিশ্রও এনিয়ে আপত্তি তুলেছিলেন।