বিহারে রাজ্যের পাবলিক সার্ভিক কমিশনের পরীক্ষা ঘিরে উত্তেজনার ছবি সামনে এল। পাটনায় একটি পরীক্ষার হল-র বাইরে পরীক্ষার্থীরা প্রতিবাদে শামিল হন। শুক্রবার তাঁরা পরীক্ষার হলের বাইরে প্রতিবাদ করার সময় সেখানে হাজির হন পাটনার জেলাশাসক। তখনই পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং এক পরীক্ষার্থীর দিকে তেড়ে গিয়ে তাঁকে থাপ্পড় মারেন। মুহূর্তে ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়।
বিহারে এদিন বিভিন্ন সেন্টারে দুপুর ১২ টা থেকে ২.০০ পর্যন্ত পরীক্ষা হয় বিহার পাবলিক সার্ভিস কমিশনের। আজই ছিল এই বিপিএসসি পরীক্ষার প্রথম দিন। এদিকে, পরীক্ষার সেন্টারের বাইরে ও বিপিএসসি হেডকোয়ার্টারের সামনে পরীক্ষার্থীরা পদ্ধতির স্বাভাবিক করার ডাক দিয়ে প্রতিবাদে বসেন। তাঁরা মূলত, ‘নরমালাইজেশন মেথড’ এর দাবি করেন। তবে বিপিএসসি কর্তৃপক্ষ তা দিতে রাজি হননি। বহু পরীক্ষার্থীর দাবি ছিল যে, রেজিস্ট্রেশনের সময়কাল অন্তত বাড়ানো হোক। কারণ বহু পরীক্ষার্থীকা প্রযুক্তিগত সমস্যার জেরে নাম রেজিস্টার করতে পারেননি। ফলে ফর্ম ফিলাপ হয়নি। এই সমস্ত দাবি দাওয়া নিয়ে এই তুঙ্গে ওঠে প্রতিবাদ। প্রতিবাদ আরও বাড়তে থাকে, সদ্য এক ইউটিউবার ও শিক্ষক ফয়জল খানের গ্রেফতারি ঘিরে। এই ফয়জল খানই, খান স্যার নামে পরিচিত।
( Yearly Prediction 2025: ২০২৫ সালের বার্ষিক চিনা রাশিফলে দেখে নিন আপনার ভাগ্যে কী রয়েছে)
প্রতিবাদীরা আজ যে দাবি নিয়ে রাস্তায় নেমেছেন, সেই দাবি ফয়জল খানেরও ছিল। তিনিও দাবি করেন যাতে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো হয়। তবে বহু প্রতিবাদের মধ্যেও সমস্যার সমাধান হয়নি। এদিকে, আজ পরীক্ষার সময় ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। তারই মাঝে এদিন যখন পরীক্ষার্থীদের প্রতিবাদ তুঙ্গে ছিল, তখনই হাঠাৎ এসে এক পরীক্ষার্থীকে থাপ্পড় মারেন পাটনার জেলাশাসক। গোটা ঘটনায় শুরু হয়েছে তোলপাড়।