বাংলা নিউজ > ঘরে বাইরে > সাহারার সুব্রত রায়কে হাজির করতে হবে, বিহারের DGPকে নির্দেশ আদালতের

সাহারার সুব্রত রায়কে হাজির করতে হবে, বিহারের DGPকে নির্দেশ আদালতের

সাহারার কর্ণধার সুব্রত রায় ফাইল ছবি (AFP) (HT_PRINT)

আদালত নির্দেশে জানিয়েছেন, এটা মনে হচ্ছে যে রায় সাহারার আদালতের নির্দেশের প্রতি কোনও শ্রদ্ধা নেই। বার বার তাকে হাজিরার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হাজির হননি। কোর্টের কাছে আর কোনও অপসন নেই। আগামী ১৬ই মে সকালে সাড়ে ১০টায় তাকে হাজির করতে হবে আদালতে।

অরুণ কুমার

সাহারার কর্ণধার সুব্রত রায়কে সশরীরে আদালতে হাজির করার জন্য  বিহার পুলিশের  ডিজিপিকে নির্দেশ দিল পটনা হাইকোর্ট। আগামী ১৬ মে সাড়ে ১০টা নাগাদ তাকে হাজির করার কথা বলা হয়েছে। উত্তরপ্রদেশের ডিজিপি ও দিল্লি পুলিশের কমিশনারকে এব্যাপারে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। সশরীরে হাজিরা দেওয়ার ক্ষেত্রে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে আদালতে হাজিরা দেননি তিনি। সেকারণে এবার তাকে সশরীরে হাজিরার জন্য় পুলিশকে নির্দেশ।

আদালত নির্দেশে জানিয়েছেন, এটা মনে হচ্ছে যে রায় সাহারার আদালতের নির্দেশের প্রতি কোনও শ্রদ্ধা নেই। বার বার তাকে হাজিরার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হাজির হননি। কোর্টের কাছে আর কোনও অপসন নেই। আগামী ১৬ই মে সকালে সাড়ে ১০টায় তাকে হাজির করতে হবে আদালতে। এব্যাপারে বিহার পুলিশের ডিজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মেডিক্যাল গ্রাউন্ড তাকে অব্যাহতি দেওয়া হোক বলে আবেদন করেছেন সুব্রত রায়ের আইনজীবী। তবে আদালতের দাবি, কবে অপারেশন হয়েছে তা নিয়ে কোনও তারিখের উল্লেখ নেই হাসপাতালের কাগজে। পাশাপাশি সাহারা হাসপাতালের একটি সার্টিফিকেটও দেখানো হয়েছে যার মালিক আবার সুব্রত রায় স্ময়ং। সেক্ষেত্রে সেই সার্টিফিকেট নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে।

এদিকে আদালত জানিয়েছে, আদালতের একটিই উদ্দেশ্য যাতে সাধারণ মানুষের কষ্টের টাকা যেন তাঁরা ফেরৎ পান। সেকারণেই আদালত চাইছে তিনি সশরীরে হাজির হোন।

পরবর্তী খবর

Latest News

ভয়াবহ টাইফুন আছড়ে পড়েছে চিনের সাংহাইতে, ঝড়-বৃষ্টির তাণ্ডব লালবাগচা রাজা দর্শনে শাহরুখ, কট্টরপন্থীরা লিখলেন,‘আপনি মুসলিম বলেই তো মনে হয় না' অস্ত্রোপচারের ৪ মাস পর মাঠে ফিরলেন শার্দুল ঠাকুর, ব্যর্থ নজর কাড়তে বাংলাদেশকে হারাতে নেটে বিশেষ অস্ত্রে শান দিলেন রোহিত, ব্যবহার করবেন ম্যাচে? 'মনে হয় আমি প্রমাণ করে দিয়েছি',ODI সিরিজ শুরুর আগে নতুন অধিনায়ককে বার্তা লিয়ামের সন্দীপের পলিগ্রাফে আরও ঘনীভূত রহস্য, ঠিক কী তথ্য গোপন করছেন ধন্ধে সিবিআই কন্যায় সূর্যের প্রবেশে বহু রাশির অর্থভাগ্য তুঙ্গে থাকবে! লাকি কারা? মমতার বিরুদ্ধে কুৎসা যারা করছে, তাদের ঝাঁটা পেটা করার নিদান মালদার TMC নেত্রীর ‘‌দুপক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক’‌, নম্র আবেদন নির্যাতিতার বাবা–মার সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৪৯ জন মৎসজীবী, হেলিকপ্টার দিয়ে তল্লাশি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.