বাংলা নিউজ > ঘরে বাইরে > Caste survey: জাতিভিত্তিক সমীক্ষায় স্থগিতাদেশ আদালতের, বড় ধাক্কা বিহার সরকারের

Caste survey: জাতিভিত্তিক সমীক্ষায় স্থগিতাদেশ আদালতের, বড় ধাক্কা বিহার সরকারের

বিহারে জাতি ভিত্তিক সমীক্ষা স্থগিত করে দিল পটনা হাইকোর্ট। প্রতীকী ছবি (HT_PRINT)

বিচারপতিরা আগেই জানিয়েছিলেন যদি দেখা যায় রাজ্য সরকার এই ধরনের সমীক্ষা করার ক্ষেত্রে তার এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে বা আইন মোতাবেক কিছু করেনি অথবা উত্তরদাতাদের ব্যক্তিগত গোপনীয়তাকে রক্ষা করা হচ্ছে না তবে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হবে।

বিহারে জাতি ভিত্তিক সমীক্ষায় স্থগিতাদেশ দিল পটনা হাইকোর্ট। ইয়ুথ ফর ইকুয়ালিটির তরফে একটা আবেদন করা হয়েছিল। তারপরই এনিয়ে অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে কোর্ট। চিফ জাস্টিস বিনোদ চন্দারন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, যে তথ্য় সংগৃহীত করা হয়েছে তা সংরক্ষণ করে রাখতে হবে। এগুলিকে আর কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার।

তবে অ্যাডভোকেট জেনারেল পিকে শাহি জানিয়েছেন, আমি এই নির্দেশ এখনও দেখিনি। এই রায় দেখার পরেই কিছু বলতে পারব। কোন গ্রাউন্ডে কোর্ট এতে স্থগিতাদেশ দিয়েছে তা দেখা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ২টো ১৮ মিনিট নাগাদ কোর্ট এই নির্দেশ দিয়েছে বলে খবর।

এদিকে বিচারপতিরা আগেই জানিয়েছিলেন যদি দেখা যায় রাজ্য সরকার এই ধরনের সমীক্ষা করার ক্ষেত্রে তার এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে বা আইন মোতাবেক কিছু করেনি অথবা উত্তরদাতাদের ব্যক্তিগত গোপনীয়তাকে রক্ষা করা হচ্ছে না তবে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হবে। তাতে স্বস্তি পাবেন আবেদনকারীরা।

এদিকে শুনানি চলাকালীন অ্যাডভোকেট জেনারেল পিকে শাহি আবেদনকারীর বক্তব্যকে কার্যত উড়িয়ে দিয়েছিলেন। আবেদনকারীর তরফে আবেদন করে বলা হয়েছিল এই ধরনের নির্দেশ ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার কাজকে বিঘ্নিত করছে আর উত্তর দাতাদের কাছে যা জানতে চাওয়া হচ্ছে তা সবগুলিই পাবলিক ডোমেনে রয়েছে।

এদিকে তিনি আরও জানিয়েছিলেন সরকারের এনিয়ে সমীক্ষা করার সবরকম অধিকার রয়েছে। কারণ কোনও কল্যাণমূলক পদক্ষেপ করার আগে সরকারের অধিকার রয়েছে তার জনসংখ্য়া সম্পর্কে সবদিকে থেকে অবহিত থাকা।

এদিকে সরকার হলফনামায় জানিয়েছিল বিহার সরকার এই সমীক্ষার জন্য অন্তত ১১৫ কোটি টাকা খরচ করে ফেলেছে। আরও ৩০ মিলিয়ন ফর্ম ছাপানোর জন্য সরকারকে ১১.৬ কোটি টাকা খরচ করতে হবে। এখন বন্ধ করে দিলে সরকারের প্রচুর ক্ষতি হবে।

এদিকে Youth for equality'র তরফে অভিনব শ্রীবাস্তব জানিয়েছিলেন, এই সমীক্ষা রাইট টু প্রাইভেসি অ্য়াক্টের পরিপন্থী। অর্থাৎ এই সমীক্ষার মাধ্যমে সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা যাচ্ছে না। এবার এনিয়ে স্থগিতাদেশ দিল আদালত।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

পরবর্তী খবর

Latest News

ভুল করে ডোপিং করা সিনার গড়লেন ইতিহাস…প্রথম ইতালিয়ান হিসেবে US ওপেনে শিরোপা জয়! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমার্জেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি? ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.