আজ দিল্লিতে বিধানসভা নির্বাচন চলছে। ইন্ডিয়া জোটের অংশ হয়েও কংগ্রেস এবং আম আদমি পার্টি একে ওপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই পরিস্থিতিতে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেসের মুখপাত্র পবন খেরা। তিনি বলেছেন, যদি বিষয়টি শুধুমাত্র কংগ্রেসের উপর থাকত, তাহলে আপ কখনই ইন্ডিয়া জোটের অংশ হত না।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে পবন খেরা বলেছেন, ‘যদি কংগ্রেসকে একটা বিকল্প দেওয়া হত, তাহলে আমার মনে হয় না যে তিনি (অরবিন্দ কেজরিওয়াল) ইন্ডিয়া জোটের অংশ হতেন। আমার মনে হয় না আমরা নিজেরাই তাঁকে নিয়েছি অথবা ছেড়ে দিয়েছি। তিনি নিজেকে ছেড়ে দিয়েছেন।’
নাম না করে কেজরিওয়ালকে কটাক্ষ করে খেরা আরও বলেছেন, ‘কারও যদি নিজেকে বড় মনে হয়ে থাকে, তাহলে এর কোনও প্রতিকার নেই। বৃহত্তম দল হিসেবে কংগ্রেস জোট অক্ষুণ্ণ রাখার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু, কেজরিওয়ালের পদক্ষেপগুলি অন্য ইঙ্গিত দেয়। যে কোনও জোটকে একত্রে রাখার জন্য বৃহত্তম দলই দায়ী। আমরা তা করার চেষ্টা করেছি। তবে, যদি কারও মধ্যে নিজেকে বড় মনে করার প্রবণতা থাকলে তার কোনও প্রতিকার নেই।’
অন্যদিকে, পঞ্জাব, গোয়া এবং দিল্লিতে আপের উত্থান সম্পর্কে খেরা বিজেপিকে পরাজিত করার উপরেই জোর দিয়েছেন। এরজন্য দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলের প্রয়োজন বলে মনে করেন কংগ্রেস নেতা। তিনি মনে করিয়ে দিয়েছেন, জোটের আসল শত্রু যে বিজেপি সেকথা ভুলকে চলবে না। তিনি বলেছেন, ‘বিজেপি আমাদের আসল শত্রু। তারা আমাদের ভোট কেড়ে নিয়েছে। তাদের পরাজিত করা জরুরি।’ অন্যদিকে, দিল্লি বিধানসভায় কংগ্রেস আপকে সমর্থন করবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
পবন খেরা শিবসেনার (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সঙ্গে তুলনা টেনে আপকে আক্রমণ করেছেন। তিনি দাবি করেছেন, আপের কোনও আদর্শগত ভিত্তি নেই। বিজেপি এবং আপ, শিবসেনা এবং আপের মধ্যে একটি বিরাট পার্থক্য রয়েছে। যে কোনও দল যাদের ১০ শতাংশ নিজেদের মতাদর্শ আছে, তারা আপের থেকে অনেক ভালো। আপের কোনও আদর্শ নেই। এছাড়াও, তিনি অভিযোগ করেছেন, কেজরিওয়াল রাজধর্মকে ব্যবসায়িক লেনদেন হিসাবে মনে করেন। কংগ্রেস নেতা বলেন, ‘আমি যদি সরকারে থাকি, তাহলে আমি নাগরিকদের জল (সুবিধা) এবং বিদ্যুৎ সরবরাহ করব। এটাই আমার রাজধর্ম। কিন্তু, কেজরিওয়াল এতেও ব্যবসা করেন। এটা রাজধর্ম নয়।’