কিছুদিন আগেই আরএসএস প্রধান মোহন ভাগবত সদ্য গঠিত কেন্দ্র সরকারকে মণিপুরে শান্তি ফিরিয়ে আনার বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মণিপুর শান্তির জন্য অপেক্ষা করছে। রাজ্যটিতে শান্তি ফেরানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত। এবার মণিপুরে শান্তি ফেরানো নিয়ে বড় দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি দাবি করেছেন, আগামী দু-তিন মাসের মধ্যে মণিপুরে শান্তি ফিরে আসবে।
আরও পড়ুন: ‘মণিপুর শান্তির জন্য অপেক্ষা করছে’, সরকারকে বার্তা RSS প্রধান মোহন ভাগবতের
আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে শুক্রবার ইম্ফলের খুমান লাম্পাক স্পোর্টস কমপ্লেক্সে রাজ্যের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে বীরেন সিং সাংবাদিকদের বলেন, ‘কেন্দ্রে তৃতীয় মেয়াদে আসা মোদী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল মণিপুরে শান্তি ফেরানো। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও মণিপুরে শান্তি ফেরানোর জন্য সবরকমভাবে চেষ্টা করছেন। তিনি উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠক করছেন। এছাড়াও বিভিন্ন পরিকল্পনা তৈরি করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। আশা করা যাচ্ছে দু থেকে তিন মাসের মধ্যে মণিপুর সমস্যার সমাধান হবে।’
তিনি আরও উল্লেখ করেন, গত বছরের মে মাস থেকে হিংসা শুরু হয়েছিল মণিপুরে। তবে তা অনেকটাই কমেছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলেছে। সেগুলিতে পুনরায় কাজ শুরু হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে স্বাভাবিক অবস্থার দিকে ফিরছে মণিপুর। তিনি দাবি করেছেন, মূলত বহিরাগত কারণেই মণিপুরে হিংসার ঘটনা ঘটছে। অবৈধ অনুপ্রবেশকারীদের কারণেই এই হিংসার ঘটনা ঘটছে। একবার রুট চিহ্নিত হয়ে গেলে পরিস্থিতির মোকাবিলা করা সহজ হবে।
পড়ুনঃ অশান্ত মণিপুরে জ্বালিয়ে দেওয়া হয় সিআরপিএফ জওয়ানদের বাস, তারপর কী ঘটল?
তবে মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন, যে জাতিগত সংঘাতের কারণেই রাজ্যটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। পাশাপাশি, নিরাপত্তা কর্মীদের অভাবের কারণেও যে কিছু এলাকায় হিংসা অব্যাহত রয়েছে সেকথাও স্বীকার করেছেন বীরেন সিং। তিনি আশ্বস্ত করেছেন, বর্তমানে মণিপুরের পরিস্থিতির উন্নতি হচ্ছে। কারণ নিরাপত্তা বাহিনী, যারা নির্বাচনের দায়িত্বে চলে গিয়েছিল তারা ফিরে এসেছে এবং হিংসাপ্রবণ এলাকায় পুনরায় তাদের মোতায়েন করা হয়েছে।