Pegasus Case in Supreme Court Latest Update: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল পেগাসাস মামলা, শেষ শুনানি হয়েছিল ২০২২-এর অগস্টে
Updated: 08 Mar 2025, 10:06 AM ISTফ্রান্স-ভিত্তিক সাংবাদিকদের একটি কনসোর্টিয়াম একটি তালিকা ফাঁস করে দাবি করেছিল, পেগাসাসের মাধ্যমে ৫০ হাজার ব্যক্তির উপর এনএসও গ্রুপ নজরদারির চালিয়েছিল তাদের ক্লায়েন্টদের জন্য। তাতে ছিল বহু ভারতীয়র নাম। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলারই শুনানি ফের পিছিয়ে গেল।
পরবর্তী ফটো গ্যালারি