পেনশনপ্রাপ্তি অব্যাহত রাখার জন্য, প্রত্যেক সরকারি পেনশনভোগীকে নভেম্বর মাসে বার্ষিক জীবন শংসাপত্র(Life Certificate) জমা দিতে হবে। ৮০ বছর বা তার বেশি বয়সীরা ১ অক্টোবর থেকে জীবন শংসাপত্র জমা দেওয়া শুরু করেছেন। পেনশনভোগীরা বিভিন্ন পদ্ধতিতে বার্ষিক জীবন শংসাপত্র জমা দিতে পারেন। এ বিষয়ে সকলকে মনে করিয়ে দিতে টুইট করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্কও।
বিভিন্নভাবে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যায় :
১. ব্যাঙ্কের শাখার মাধ্যমে
প্রথাগত পদ্ধতি মেনে ব্যাঙ্কের শাখায় লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যেতে পারে। যে ব্যাঙ্ক থেকে পেনশন তোলেন, সেখানে গেলেই হবে।
২. ‘জীবন প্রমাণ’ পোর্টালের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা জমা দেওয়া :
একজন পেনশনভোগী তাঁর কম্পিউটার বা স্মার্টফোনে UIDAI প্রমাণীকৃত বায়োমেট্রিক ডিভাইস সংযুক্ত করে ঘরে বসে ডিজিটালি জীবন শংসাপত্র জমা দিতে পারেন। ডিজিটালভাবে একটি জীবন শংসাপত্র জমা দিতে, পেনশনভোগীদের নিশ্চিত করতে হবে যে তাঁদের পেনশন অ্যাকাউন্ট ও আধার নম্বরের লিঙ্ক করা আছে।
৩. ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধার মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া :
বার্ধক্যের কারণে অনেকের পক্ষে ব্যাঙ্ক যাতায়াত কঠিন। তাছাড়া করোনা পরিস্থিতিতে বয়োজ্যেষ্ঠদের বেশি বের না হওয়াই শ্রেয়। সেক্ষেত্রে ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধা নেওয়া যেতে পারে।
-লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধা পেতে, 'Doorstep Banking' অ্যাপ ডাউনলোড করতে হবে।
-অ্যাপে আপনার ব্যাঙ্ক নির্বাচন করুন। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার অপশন নির্বাচন করুন।
-পেনশন অ্যাকাউন্টের নম্বর দিতে হবে। এই পরিষেবার জন্য কত টাকা লাগবে, তাও জানতে পারবেন।
-সাবমিট করার পর এজেন্টের নাম, সময়সহ একটি SMS এসে যাবে আপনার রেজিস্টার্ড নম্বরে।
-ব্যাঙ্কের এজেন্ট আপনার নথিভুক্ত ঠিকানায় পৌঁছে যাবেন।