'এটি খুবই হতাশাজনক যে পেনশনভোগী, যাঁরা কিনা প্রবীণ নাগরিক... তাঁদের অবসর গ্রহণের পরেও নিজের অধিকার দাবি করতে মামলার আশ্রয় নিতে হচ্ছে। এটি হয়তো কোনও না কোনওভাবে আমাদের অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থার ব্যর্থতার নির্দেশক,' রাজ্যসভায় পেশ করা রিপোর্টে লিখেছে কমিটি।
1/5প্রবীণ নাগরিকদের সময়মতো পেনশন পেতে মামলা করতে হচ্ছে। এটি খুবই হতাশাজানক। বৃহস্পতিবার সংসদে এমনটাই বলল কর্মী, জন অভিযোগ, আইন ও বিচার সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। ফাইল ছবি: আইস্টকফটো (Reuters)
2/5বিজেপি সাংসদ সুশীল কুমার মোদীর নেতৃত্বাধীন প্যানেল উল্লেখ করে, পেনশন সংক্রান্ত প্রায় ৩১০টি মামলা বিভিন্ন আদালত/ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। 'এটি খুবই হতাশাজনক যে পেনশনভোগী, যাঁরা কিনা প্রবীণ নাগরিক... তাঁদের অবসর গ্রহণের পরেও নিজের অধিকার দাবি করতে মামলার আশ্রয় নিতে হচ্ছে। এটি হয়তো কোনও না কোনওভাবে আমাদের অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থার ব্যর্থতার নির্দেশক,' রাজ্যসভায় পেশ করা রিপোর্টে লিখেছে কমিটি। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Reuters)
3/5'মামলা-মোকদ্দমা টানা একটি দীর্ঘ এবং ব্যয়বহুল প্রক্রিয়া। পেনশনভোগীদের বার্ধক্য বিবেচনা করে, কমিটি এতদ্বারা সুপারিশ করছে যে, DPPW-র উচিত মধ্যস্থতা, আলোচনার মতো মতো দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে পেনশনভোগী এবং সরকারের মধ্যে বিরোধ নিষ্পত্তির উপায় খুঁজে বের করা। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Reuters)
4/5কমিটির সুপারিশ, প্রয়োজনে অভিযোগ নিষ্পত্তির জন্য আইন বিষয়ক দফতরের সঙ্গেও পরামর্শ করা যেতে পারে। 'প্রি-লিটিগেশন' আলোচনার মাধ্যমে সুরাহা খোঁজার চেষ্টা করা যেতে পারে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/5এতে আরও পরামর্শ দেওয়া হয়েছে যে, পেনশন আদালত আরও বেশি বেশি করে করা যায় কিনা, সেই বিষয়ে বিবেচনা করা হবে। 'অধিদপ্তরের উচিত নিয়মিত এবং আরও ঘন ঘন পেনশন আদালত আয়োজন করা যায় কিনা, সেই বিষয়ে ভাবনাচিন্তা করা। এর পাশাপাশি কোভিড থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে পেনশন আদালত বসানো যেতে পারে,' সুপারিশ কমিটির। ফাইল ছবি: রয়টার্স (Reuters)